স্টাফ রিপোর্টার :
বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের স্মৃতিকথা র্শীষক সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচীব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি এ্যাডঃ মজিবর রহমান সরোয়ার।
আজ শনিবার বেলা ১২টায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন সময়ের স্মৃতি কথা তুলে ধরে সরোয়ার বলেন, মহান মুক্তিযুদ্ধে বরিশালে সরকারী বালিকা বিদ্যালয়ে হেড কোয়াটার করে যুদ্ধের প্রশিক্ষন নিয়েছেন।
বরিশালের সারর্সি বাজার , বাবুগঞ্জ ও নলছিটিতে হানাদার বাহীনির বিরুদ্ধে সংগ্রাম করেছেন। তিনি ১৯৭১ সালের মুত্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধা , অসহায় দারিদ্র মুক্তিযোদ্ধা এবং অসুস্থ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা ও সুস্থতা কামনা করেন। মতবিনিময় সভায় সরোয়ার আরো বলেন, এদেশের মানুষ যে স্বপ্ন বুকে নিয়ে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নিজেদের প্রান বিনিয়ে দিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়ন আজও হয়নি।
৪৬ বছর আগে অল্প কিছু লুটেরাজ ছিলো আর ৪৬ বছর পরে লুটেরাজের সংখ্যা বেড়ে দ্বিগুন হয়েগেছে। তিনি বলেন স্বাধীনতা মুল মন্ত্র হচ্ছে গনতন্ত্র। আর সেই গনতন্ত্রকে রুদ্ধ করা হচ্ছে। বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনা থেকে সরে যাচ্ছে। মতবিনিময় সভায় সরোয়ার মুক্তিযুদ্ধের চেতয়ায় ফিরে এসে স্বাধীনতাকে অর্থবহ করার আহবান জানান। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক নলছিটি থানা কমান্ডার মোঃ আনোয়ার হোসেন সিকদার, মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী খান, বরিশাল প্রেস ক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, মুক্তিযোদ্ধা ফরিদ হোসেন।