গতকাল সোমবার বিকালে শেরেই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অফিস সহায়ক ও ৪র্থ শ্রেণী কর্মচারী সমিতির উপদেষ্টা মোঃ জালাল উদ্দিন তালুকদার এর উপর হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ ৪র্থ শ্রেনী সরকারি কর্মচারী সমিতি, শেবাচিম মহা বরিশাল। উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ অন্যান্য কর্মচারীবৃন্দ।
সোমবার বিকাল ৪ ঘটিকায় মোঃ জালাল উদ্দিন তালুকদার ট্রলিতে করে এক মুমূর্ষু রুগীকে নিয়ে সার্জারী ওয়ার্ডে যাওয়ার জন্য লিফটে উঠে।এরপর ইন্টার্ন চিকিৎসক ডাঃ আশিক এসে রুগীসহ ট্রলি লিফট থেকে নামাতে বলে। মোঃ জালাল উদ্দিন তালুকদার লিফট থেকে নামাতে অস্বীকার জানালে ডাঃ আশিক মোঃ জালাল উদ্দিন তালুকদারকে এলোপাতাড়ি কিলঘুসি দিতে থাকে। এরপর লিফটম্যান সহ অন্যান্য কর্মচারীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর পর মোঃ জালাল উদ্দিন তালুকদার কিছুদুর যাওয়ার পর ডাঃ আশিক আবার মোঃ জালাল উদ্দিন তালুকদার এর উপর এলোপাথারী হামলা চালায়। এরপর মোঃ জালাল উদ্দিন তালুকদার গুরুতর আহত অবস্থায় সার্জারী ইউনিটে ভর্তি হলে সেখানে বসে আবারও হুমকি দেয় এবং বলে মামলা আমি ভয় পাই না, এর আগেও ১০/১২ টা মামলা দেখছি।
এ ব্যাপারে ডাঃ আশিককে জিজ্ঞেস করা হলে তিনি কোনো কথা বলতে রাজি হয়নি।
শেরেই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ বাকির সাংবাদিকদের জানান, এ রকম অপ্রীতিকর ঘটনা খুবই লজ্জাজনক। সুষ্ঠ ভাবে তদন্ত করে যথাযথ ব্যাবস্থা নেওয়া হবে এবং সুষ্ঠ বিচারের আশ্বাস দেন।
২৪ ঘন্টায় মধ্যে যথাযথ ব্যাবস্থা না নেওয়া হলে আরো কঠোর থেকে কঠোর হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
