ঝালকাঠি সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিযুক্ত হয়েছেন সহযোগী অধ্যাপক ইলিয়াস বেপারী । গত( ৮ ডিসেম্বর)আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। কলেজের সাবেক অধ্যক্ষ আনছার উদ্দীন অবসরে যাওয়ায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিয়েছেন ইলিয়াস বেপারী । কলেজ সূত্রে বিষয়টি জানা গেছে।
জানা গেছে, ঝালকাঠির কৃতি সন্তান ডাঃ এম এ জামান ১৯৬৪ সালে কলেজটি প্রতিষ্ঠা করেছিলেন। দীর্ঘ পথ অতিক্রম করে কলেজটি আজ বিপুল ছাত্র-ছাত্রীর এক বৃহৎ পাঠশালায় পরিণত হয়েছে। নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াস বেপারী ১৬ তম বিসিএস ক্যাডারে শিক্ষকতা করে এসেছেন । সহযোগী অধ্যাপক ইলিয়াস বেপারী তাঁর সৃষ্টিশীল এবং মননশীল পাঠদান এবং ছাত্র-ছাত্রীদের সাথে বন্ধুবৎসল আচরণের কারণে একজন প্রিয় শিক্ষককে পরিণত হয়েছেন। তিনি কলেজটির শিক্ষার উন্নয়নে নানাভাবে প্রচেষ্টা চালিয়ে আসছেন।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিযুক্ত হয়ে এক প্রতিক্রিয়ায় সহযোগী অধ্যাপক ইলিয়াস বেপারী বলেন, একজন শিক্ষকের মনেপ্রাণে থাকে তার ছাত্র-ছাত্রী ও তার শিক্ষা প্রতিষ্ঠান। তিনি রাতদিন কিভাবে তার ছাত্র-ছাত্রীদের মননশীলতা এবং শিক্ষার মান উন্নয়ন করা যায় তা নিয়ে ব্যস্ত থাকেন। আমিও এর থেকে ব্যতিক্রম নই বরং আমি আমার প্রতিষ্ঠানকে আরো উন্নত করতে সবসময় নিরলস কাজ করবো ইনশাআল্লাহ । আমার উপর আস্থা রেখে আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে পালন করার প্রতিশ্রুতি আমি দিচ্ছি। আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করে এই কলেজের শিক্ষার মানকে আরো উন্নত করবো।