তানজিম হোসাইন রাকিবঃ
বাঙালি জাতির সবচেয়ে গৌরবোজ্জ্বল অর্জনের স্মৃতিবিজড়িত এবং পরাধীনতার শৃঙ্খল ভেঙে বুক ভরে নি:শ্বাস নেয়ার বিজয়ের দিন আজ। ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙালি জাতির আত্মগৌরবের দিন।
দিনটিকে স্মরণীয় করে রাখতে নগরীজুড়ে সড়ক, স্থাপনা, ভবনগুলো সেজেছে লাল-সবুজসহ নানা রঙের বাতিতে।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় বরিশালের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, লাল-সবুজের পতাকার আবহে রঙিন বাতিতে সাজানো হয়েছে বিভিন্ন স্থাপনা। বড় বড় ভবনগুলো যেন এক একটি বিশাল পতাকা। শুধু স্থাপনাই নয়, সড়ক পথও আলোর ঝলকানিতে রঙিন হয়ে উঠেছে।
সন্ধ্যার পর রঙবেরঙের আলোকচ্ছটায় ঝলমলিয়ে ওঠে এলাকাগুলো। আলো দিয়ে তৈরি করা হয় প্রিয় লাল-সবুজ পতাকা। মনকাড়া এমন আলোকসজ্জায় মুগ্ধ অনেকেই।
নগরীর হাতেম আলী কলেজ, বি.এম কলেজ সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, নগর ভবন, বিভিন্ন অফিস আদালত সহ বিভিন্ন স্থানে শোভা পাচ্ছে নানা রঙের বাতি। আলোর ঝলকানিতে পুরো বরিশাল হয়ে উঠেছে বর্ণিল।
নগরীর সদর রোড, লঞ্চঘাট, চাঁদমারি,সাগরদি, রুপাতলি, চৌমাথা, নথুল্লাবাদ, জেলখানার মোড়, বটতলা, বাংলাবাজার সহ সব জায়গার ডিভাইডার ও ল্যাম্পপোস্টে লাগানো হয়েছে বিজয় দিবসের বিভিন্ন ব্যানার-ফেস্টুন। এসব ব্যানার-ফেস্টুনে রয়েছে সরকারের বিভিন্ন উন্নয়নের কথা ও জাতিকে বিজয় দিবসের শুভেচ্ছা।
নগর জুড়ে লাল-সবুজের আলোকসজ্জা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করছে। মনকাড়া এমন আলোকসজ্জায় মুগ্ধ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এমন দৃশ্য দেখতে কেউ কেউ ঘুরতে বেড়িয়েছেন, কেউবা ক্যামেরাবন্দি করছেন নিজেকে।
