পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলায় মালবোঝাই কার্গোর ধাক্কায় একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এসময় ট্রলারের এক শ্রমিক পানিতে ডুবে গেছেন। তার খোঁজ এখনও পাওয়া যায়নি।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে ইন্দুরহাট কালিবাড়ি খালের মোহনায় সন্ধ্যা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ যুবকের নাম হাসান (৩৫)। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কাজলাকাঠি গ্রামের ইমদাদ হাওলাদারের ছেলে। হাসান ওই ট্রলারের শ্রমিক ছিলেন।
ডুবে যাওয়া ট্রলারের শ্রমিক এমদাদুল হক মিলন জানান, বিল্ডিং ঢালাইয়ের কাজে বানারীপাড়া থেকে ৮ শ্রমিক মিকচার মেশিনসহ ট্রলারে স্বরূপকাঠির বালিহারি গ্রামে যাচ্ছিলেন।
তাদের ট্রলারটি ইন্দুরহাটের কালিবাড়ি খালের মোহনায় পৌঁছানোর পরে বিপরীত দিক থেকে আসা অপর একটি মালবাহী কার্গো সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে শ্রমিকবাহী ট্রলারটি ডুবে যায়।
এ সময় তীরবর্তী খেয়াঘাটে ট্রলারে করে লোকজন গিয়ে শ্রমিকদের উদ্ধার করেন। তবে হাসানকে উদ্ধার করা সম্ভব হয়নি।
নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার ওসি আবির মোহাম্মদ হোসেন জানান, নদীতে দীর্ঘ সময় অভিযান চালিয়েও ওই শ্রমিকের উদ্ধার করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার সকালেও উদ্ধার অভিযান চলছে বলে জানান ওসি।