- করোনায় মারা গেলেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসেনের মাতা রাবেয়া বেগম। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার সকাল সাড়ে ৮টায় শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি ৬ ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন জানান, আওয়ামী লীগ সভাপতির মাতা বুধবার ভর্তি হলে পরীক্ষায় করোনা পজেটিভ আসে। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে।
অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসেন জানান, বার্ধক্যজনিত কারণে মা দীর্ঘদিন অসুস্থ ছিলেন। পরে শেবাচিমে চিকিৎসাধীন অবস্থায় তাঁর করোনা পজেটিভ আসে।
বাদ আসর আমানতগঞ্জ ঈদগাহ ময়দানে জানাজা শেষে নগরীর মুসলিম গোরস্থানে তাঁকে সমাহিত করা হয়।
