এপ্রিল ২৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় নির্বাচন প্রচ্ছদ প্রশাসন রাজণীতি

ইভিএমে পরীক্ষামূলক ভোট গ্রহণ আজ শুরু

চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনের ১৪৪ কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) আজ মঙ্গলবার থেকে পুরোদমে পরীক্ষামূলকভাবে ভোট কার্যক্রম শুরু হবে।

এ জন্য গতকাল সোমবার আসনের ১৪৪টি কেন্দ্রে ২৮৮টি ইভিএম মেশিন বিতরণ করা হয়।

নগরের প্যারেড মাঠে গতকাল সকাল থেকে তিন বাহিনীর সদস্যদের হাতে এসব মেশিন তুলে দেওয়া হয়। এরপর তিন বাহিনীর সদস্যরা এসব মেশিন নিয়ে সংশ্লিষ্ট কেন্দ্রে যান। কিছু কিছু কেন্দ্রে পরীক্ষামূলকভাবে ভোট গ্রহণ (মক ভোটিং) স্বল্প পরিসরে শুরু হয়। তবে আজ থেকে পুরোদমে এই কার্যক্রম চলবে।

কোতোয়ালি থানা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল আলম জানান, প্রতিটি কেন্দ্রের জন্য দুটি করে ইভিএম দেওয়া হয়েছে। এসব মেশিনে কাল (আজ) থেকে মক ভোটিং হবে। সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটাররা সকাল সাড়ে ১০টা থেকে বেলা তিনটা পর্যন্ত ভোট দিতে পারবেন।

এ জন্য পরিচয়পত্র নেওয়া বাধ্যতামূলক নয়। তিনি আরও বলেন, হাতের ছাপ দিলে সংশ্লিষ্ট ভোটারের যাবতীয় তথ্য চলে আসবে। মক ভোটিং ২৭ ডিসেম্বর পর্যন্ত চলবে। ওই দিনই এসব মেশিন নির্বাচন কার্যালয়ে বুঝিয়ে দেওয়া হবে। এরপর ৩০ ডিসেম্বর ভোট গ্রহণের জন্য নতুন করে ইভিএম দেওয়া হবে। এসব মেশিন এখনো চট্টগ্রামে এসে পৌঁছায়নি। প্রতিটি কক্ষের জন্য একটি করে ইভিএম মেশিন দেওয়া হবে। এর বাইরে প্রতিটি কেন্দ্রের জন্য দুটি করে অতিরিক্ত ইভিএম দেওয়া হবে।

সম্পর্কিত পোস্ট

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official