শনিবার , ৩০ ডিসেম্বর ২০১৭ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

গোটা শরীরটাই ‘সেক্স-ডলে’র আকৃতির মতো গড়লেন এই মডেল!

প্রতিবেদক
banglarmukh official
ডিসেম্বর ৩০, ২০১৭ ১:১৩ অপরাহ্ণ

নারীদের সুপার ওয়েম্যান-সেক্স বম্ব হওয়ার সাধের কথা প্রায়ই শোনা যায়। কিন্তু মডেল ভিক্টোরিয়া ওয়াইল্ডের ইচ্ছেটাই ছিল অন্যরকম। এই মডেল তার শরীরটাকে ‘সেক্স ডল’ আকৃতির মতো করতে চেয়েছিলেন। এমন ইচ্ছায় সফলও হয়েছেন তিনি। তবে এজন্য সময় ও অর্থ দুটাই ব্যয় করতে হয়েছে তাকে। জনপ্রিয় এক মার্কিন ওয়েবসাইট সূত্রে এই খবর মিলেছে।

সেক্স ডলের আকৃতি পেতে ভিক্টোরিয়া কয়েক বছর ব্যয় করেছেন। সেই সঙ্গে প্লাস্টিক সার্জারি বাবদ খরচ করেছেন ৩০ হাজার পাউন্ড। তবে কেন তিনি এ কাজ করেছেন এ ব্যাপারে কারুর কোনও আন্দাজ না থাকলেও তিনি কিন্তু খুব খুশি! কারণ রাস্তায় বের হলেই যে লোকজন তার দিকে লোলুপ ও স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকছে। এমনটাই তিনি চেয়েছিলেন। একথা ভিক্টোরিয়া নিজেই জানিয়েছেন।

ওয়েবসাইটে তিনি বলেন, বিম্বো ডলের মত লুক-ব্যবহার পেতে কে না চায়? এটায় চরম সেক্সি লুক রয়েছে।

ভিক্টোরিয়া আরও বলেন, লোকজন রাস্তায় আমার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। যেভাবে আমি মানুষের চোখে নিজেকে দেখতে চাই, আমি সে রকম লুকই পেয়েছি।

উল্লেখ্য, মার্কিন মুলুকে এক ধরনের পুতুলকে বিম্বো ডল বলা হয়।

সর্বশেষ - প্রচ্ছদ