29 C
Dhaka
এপ্রিল ৩০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
প্রচ্ছদ রংপুর রাজণীতি

নিজ কেন্দ্রেও হারলেন ঝন্টু

রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) বিদায়ী মেয়র ও আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু নিজের কেন্দ্রেই ভোটে হেরে গেছেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত রসিক নির্বাচনে ২৪ নম্বর ওয়ার্ডের সালেমা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন সরফুদ্দিন আহমেদ ঝন্টু। এই কেন্দ্রে তিনি পেয়েছেন ৭৪২ ভোট।

কেন্দ্রটিতে ৯৮৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। বিএনপির প্রার্থী কাওসার জামান পেয়েছেন ২৪০ ভোট।

রাতে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার ওই কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন।

এদিকে মোস্তফা নিজের কেন্দ্র ২২ নম্বর ওয়ার্ডের আলমনগর কলেজ রোড সরকালি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও বড় ব্যবধানে জয় পেয়েছেন। এ কেন্দ্রে মোস্তফার লাঙল প্রতীক পেয়েছে ১ হাজার ৫৭৫ ভোট। নৌকা প্রতীকের ঝন্টু পেয়েছে ২৫৪ ভোট।

রাত সাড়ে ৯টায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনের ১৯৩টি ভোট কেন্দ্রের মধ্যে ১২৪টি কেন্দ্রের ফলাফলে মেয়র পদে লাঙল প্রতীক নিয়ে এগিয়ে রয়েছেন জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি ১২৪টি কেন্দ্রের ফলাফলে এক লাখ ৭ হাজার ৭৬৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের সরফুদ্দিন আহমেদ ঝন্টু পেয়েছেন ৪০ হাজার ৯০৭ ভোট। বিএনপি দলীয় ধানের শীষ প্রতীকের প্রার্থী কাওসার জামান বাবলা পেয়েছেন ২০ হাজার ৬০৭ ভোট।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীভাবে রসিক নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এখন গণনা চলছে। রাতেই নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে

সম্পর্কিত পোস্ট

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

সোলাইমান সেলিম-জ্যোতি তিনদিনের রিমান্ডে

banglarmukh official