আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এয়ারসে শুরু হয়েছে অর্থনৈতিক দিক থেকে প্রভাব প্রতিপত্তিশীল ১৯ দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের নেতাদের নিয়ে গঠিত জি-২০ শীর্ষ সম্মেলন। এই সম্মেলনে গিয়ে আধুনিক স্টাইলে ‘হাই-ফাইভ’ বিনিময় করেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মোহাম্মদ বিন সালমান।
শুক্রবার জি-২০ শীর্ষ সম্মেলনের প্লিনারি সেশনে তারা পাশাপাশি আসনে বসেছিলেন এই ‘হাই-ফাইভ’ বিনিময়ের পাশাপাশি মন খুলে হাসি-আড্ডায় মেতে উঠেন। খবর- বার্তা সংস্থা রয়টার্স’র।
এর আগে, সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে উষ্ণ অভিনন্দন জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সৌদি আরবের সাংবাদিক জামাল খাসোগি অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুলে হত্যার শিকার হন। সেই হত্যাকাণ্ডে ক্রাউন প্রিন্স জড়িত থাকতে পারেন বলে সংশয় রয়েছে। এ ওই সম্মেলনে ক্রাউন প্রিন্সের দিকে বাঁকা চোখে তাকাচ্ছেন অন্য নেতারা। কিন্তু তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রকাশ করলেন পুতিন।