বরিশাল নগরীর কাটপট্টি রোডে সম্মুখে আওয়ামী লীগের নৌকার প্রচার মাইক ভাংচুর করে ও একজনকে পিটিয়ে আহত করেছে ৯ ও ১০নং ওয়ার্ডে বিএনপির নেতাকর্মীরা।
বুধবার (২৬ ডিসেম্বর) সন্ধা সাড়ে ৬টার সময় এ ঘটনা ঘটে। আহত নাম তপন (৩০)।
স্থানীয়রা জানায়, বরিশাল (৫) আসনের আওয়ামী লীগের প্রার্থী কর্ণেল (অ:) জাহিদ ফারুক শামিমের নির্বাচনীয় প্রচারনার সময়,কাটপট্টি রোড থেকে সদর রোডে যাওয়ার পথে ৯ ও ১০ নং ওয়ার্ডের বিএনপির নেতাকর্মীরা প্রচার মাইক, ব্যাটারীসহ প্রচার ম্যানকে মারধর করে।
তবে আহত তপন জানায়, তার প্রচার গাড়িতে নৌকা মার্কার গান চালিয়ে যাওয়ার সময় ২০ থেকে ২৫জন বিএনপির নেতাকর্মীরা লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। তবে হামলাকারীরা নৌকার প্রার্থীর বিরুদ্ধে গালাগাল করে এ হামলা চালায়।
এ বিষয় ১০নং ওয়ার্ড কাউন্সিলর এটিএম শহিদুল্লাহ কবির জানায়, আওয়ামী লীগ নৌকা প্রার্থী জাহিদ ফারুক শামিমের প্রচার মাইকসহ একজনকে পিটিয়ে আহত করেছে। এ বিষয় কোতয়ালী মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।