মঙ্গলবার , ১৯ ডিসেম্বর ২০১৭ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

বরিশালের দর্শকদের সাথে প্রতারণা করলেন নায়ক জায়েদ খান ও নায়িকা পরিমনি

প্রতিবেদক
banglarmukh official
ডিসেম্বর ১৯, ২০১৭ ১১:২৮ অপরাহ্ণ

বরিশালের দর্শকদের সাথে প্রতারণা করলেন অন্তর জ্বালা ছবির নায়ক জায়েদ খান ও নায়িকা পরিমনি। বরিশালে আসার কথা বলে কাউকে না জানিয়েই প্রোগ্রাম বাতিল করেন তারা। যার কারণে ক্ষুব্ধ হয়ে ওঠে বরিশালের সিনেমা দেখার দর্শকরা। আজ মঙ্গলবার বরিশালে আসার কথা ছিল তাদের। নায়ক জায়েদ খান তার নিজস্ব ফেইসবুক পেইজেও বরিশালে আসার বিষয়ে পোষ্ট দিয়েছিলেন আজ মঙ্গলবার দুপুরের দিকে। তাদের আসার কথা শুনে বরিশাল নগরীর অভিরুচি সিনেমা হল ও বঙ্গবন্ধু উদ্যানে (বেলস পার্ক) উপস্থিত হয়েছিল অনেক দর্শক। দর্শকরা তাদের অপেক্ষায় থাকে কয়েক ঘন্টা।

দুপুর ১১ টায় বরিশালে আসার কথা থাকলেও বিকেল ৪টা পর্যন্ত বরিশালের কারও ফোন ধরেননি আর কাউকে ফোনও করেননি তারা। যার কারনে বরিশালের দর্শকসহ কেউই জানতে পারেনি নায়ক জায়েদ খান ও নায়িকা পরিমনি কখন আসছেন ,না আসছেন না! বিকেল সাড়ে তিনটার দিকে বরিশাল অভিরুচি সিনেমা হল কর্তৃপক্ষ লোক মারফত জানতে পারে তারা বরিশালে আসবেন না। তাদের বরিশালে না আসার কথা শুনে ক্ষুদ্ধ হয়ে উঠে অভিরুচি সিনেমা হলের দর্শকরা। ক্ষিপ্ত হয় হল কর্তৃপক্ষের উপর।

এক পর্যায়ে পরিস্থিতি সামাল দিতে হল কর্তৃপক্ষ চলে যায়। পরে সিনেমা হলে আগত দর্শকরাও ভারাক্রান্ত মন নিয়ে চলে যায়। দর্শকদের মধ্যে অনেককে ফুল নিয়ে আসতে দেখা গেছে। বরিশালে আসা না আসার বিষয়ে জানতে অন্তর জালা ছবির নায়ক জায়েদ খানের মোবাইল নাম্বারে একাধিক বার ফোন করলে তিনি রিসিভ করেননি। এবিয়ে জানতে চাইলে বরিশাল অভিরুচি সিনেমা হলের ব্যবস্থাপক সৈয়দ রেজাউল কবির জানান, আজ মঙ্গলবার সকাল ১১ টায় বরিশালে আসার কথা ছিল তাদের। দুপুর সাড়ে ১২ টায় অভিরুচি সিনেমা হলে দর্শকদের সাথে ছবি দেখার কথা ছিল। কিন্তু ১১ টার পরে তারা কারও ফোন রিসিভ করেনি তাই আমারা তাদের আসা না আসার বিষয়ে জানতে পারিনি। বিকেল ৩ টার দিকে লোক মারফত জানতে পারি তারা বরিশালে আসবেন না। তাদের না আসার কথা শুনে সিনেমা হলে উপস্থিত উৎসুক জনতা ক্ষিপ্ত হয়ে উঠে।

সর্বশেষ - অপরাধ