নভেম্বর ২৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ প্রশাসন বরিশাল

মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান : এসপি ফাতিহা

মুক্তিযুদ্ধে সক্রিয় ভূমিকা রাখায় পুলিশ সদস্য মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা দিয়েছে ঝালকাঠি জেলা পুলিশ।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে জেলার পুলিশ লাইন্সের ড্রিলসেডে এ সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে ১৮ জন পুলিশ সদস্য মুক্তিযোদ্ধা ও ৪৬ জন পুলিশ সদস্য মুক্তিযোদ্ধার পরিবারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সুপার (এসপি) ফাতিহা ইয়াসমিন।

প্রধান অতিথির বক্তব্যে এসপি ফাতিহা বলেন, মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান। সংবর্ধনা অনুষ্ঠানে তারাই প্রধান অতিথি। মুক্তিযোদ্ধারা যেকোনো প্রয়োজনে পুলিশের কাছে গেলে তাদের বসিয়ে না রেখে তাৎক্ষণিক সেবা দিতে হবে। এ ব্যাপারে জেলা পুলিশের সব সদস্যদের নির্দেশ দেন পুলিশ সুপার।

এ সময় তাদের ‘ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী’ বই তুলে দেন এসপি ফাতিহা।

সংবর্ধিত মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যরা ১৯৭১ সালে দেশের বিভিন্ন অঞ্চলে যুদ্ধে অংশ নিয়েছিলেন। পরে তারা অবসর গ্রহণ করেন। বর্তমানে তারা ঝালকাঠি জেলায় বসবাস করছেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার, পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল মান্নান রসুল, ঝালকাঠি চেম্বার অব কমার্সের সভাপতি সালাউদ্দিন আহম্মেদ সালেক, প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, লেখক ড. কামরুন্নেছা আজাদ, পুলিশ মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন (অব.)।

সম্পর্কিত পোস্ট

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official