দৈনিক সমকালের বরিশাল ব্যুরো প্রধান ও শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জীর মা আরতি চ্যাটার্জী মৃত্যুবরন করেছেন। গতকাল রাত সাড়ে নয়টার দিকে কলেজ রো আরিফ মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি বরিশাল কলেজ এলাকার মল্লিক রোডস্থ মুক্তিযোদ্ধা বিশ্বপ্রতি চ্যাটার্জীর সহধর্মীনি। মৃত্যুকালে তিনি দুই পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গণমাধ্যমকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, আরতি চ্যাটার্জী দীর্ঘদিন ধরে রক্ত শূন্যতা, প্রেসারসহ বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন। বেশি অসুস্থ্য হয়ে পরায় গত ২৪ নভেম্বর আরিফ মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পুলক চ্যাটার্জীর মায়ের মৃত্যু সংবাদ শুনে হাসপাতালে ছুটে যান বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, প্রবীন সাংবাদিক অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, নূরুল আলম ফরিদ, সৈয়দ দুলাল, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, আকতার ফারুক শাহিন, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ চক্রবর্ত্তী, কমল সেন গুপ্ত, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশান্ত ঘোষ, সাধারণ সম্পাদক মিথুন সাহা, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক স্বপন খন্দকার, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি নজরুল বিশ্বাস, সাইফুর রহমান মিরন, কাওছার হোসেন, মইনুল ইসলাম, মুশফিক সৌরভ, নিউজ এডিটরস কাউন্সিলের সভাপতি সৈয়দ মেহেদী হাসানসহ বরিশাল গণমাধ্যমের সর্বস্তরের সাংবাদিকবৃন্দ। আজ সকাল ১০টায় কাউনিয়াস্থ মহাশ্মশানে আরতি চ্যাটার্জীর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
আবুল হাসানাত আব্দুল্লহর শোক
বরিশালের বিশিষ্ট সাংবাদিক, দৈনিক সমকাল পত্রিকার বরিশাল ব্যৃরো চিফ, প্রেসক্লাবের সাবেক সম্পাদক পুলক চ্যাটার্জির মাতা আরতি চ্যাটার্জীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী) বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহীর কমিটির সিনিয়র সদস্য আবুল হাসানাত আব্দুল্লহ। তিনি এক শোক বার্তায় প্রায়তের আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
পানি সম্পদ প্রতিমন্ত্রীর শোক
দৈনিক সমকালের বরিশাল ব্যুরো প্রধান ও শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জীর মায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি। এক শোক বিবৃতিতে তিনি আরতি চ্যাটার্জীর আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
বিসিসি মেয়রের শোক
জাতীয় দৈনিক সমকালের বরিশাল ব্যুরো প্রধান ও শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জীর মাতা আরতি চ্যাটার্জীর মৃত্যুতে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বিবৃতিতে তিনি প্রয়াতের আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বরিশাল প্রেসক্লাবের শোক
দৈনিক সমকালের বরিশাল ব্যুরো প্রধান ও শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জীর মায়ের মৃত্যুতে শোক জানিয়েছে শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের নেতৃবৃন্দ। প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন শোক বিবৃতিতে আরতি চ্যাটার্জীর আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
রিপোর্টার্স ইউনিটির শোক
দৈনিক সমকালের বরিশাল ব্যুরো প্রধান ও শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জীর মায়ের মৃত্যুতে শোক জানিয়েছে বরিশাল রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ। সংগঠনের সভাপতি সুশান্ত ঘোষ ও সাধারণ সম্পাদক মিথুনসাহা শোক বিবৃতিতে আরতি চ্যাটার্জীর আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
