28 C
Dhaka
অক্টোবর ১৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
আন্তর্জাতিক প্রচ্ছদ রাজণীতি

সাইকেলে চেপে রাষ্ট্রপতি ভবনে পৌঁছলেন মোদী সরকারের দুই মন্ত্রী

বৃহস্পতিবার সন্ধেয় দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন নরেন্দ্র মোদী। সঙ্গে শপথ নিলেন মন্ত্রিসভার সদস্যরাও। রাইসিনা হিলসে এদিন একের পর এ গাড়ি ঢুকতে দেখা যায়। নেতা-মন্ত্রীরা সিকিউরিটি নিয়ে নামেন রাষ্ট্রপতি ভবনে। কিন্তু এদিন দুই মন্ত্রী অনুষ্ঠানে পৌঁছলেন সাইকেলে চেপে।

সাইকেলে চেপে শপথ নিতে গেলেন বিজেপির মনসুখ লাল মাণ্ডভ্য ও অর্জুন রাম মেঘওয়াল।

মাণ্ডভ্যর সাইকেল ভ্রমণ অবশ্য নতুন নয়। গত পাঁচ বছর ধরেই তিনি পার্লামেন্টে আসেন সাইকেলে চেপে। তবে তাঁর কাছে সাইকেলে চেপে আসাট ফ্যাশন নয় বরং ‘প্যাসন।’

সৌরাষ্ট্রের এক কৃষক পরিবারে জন্ম মাণ্ডভ্যর। মাত্র ২৮ বচর বয়সে তিনি বিধায়ক হন ২০০২ সালে। গুজরাতের বিধায়ক ছিলেন তিনি। বিজেপির রাজ্যসভার সাংসদ মাণ্ডভ্য এদিন দ্বিতীয়বারের জন্য মন্ত্রী হিসেবে শপথ নিলেন। প্রথম মোদী সরকারে সড়ক পরিবহণ মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন তিনি।

অর্জুন রাম মেঘওয়ালও মন্ত্রী হলেন দ্বিতীয়বার। রাজস্থানের বিকানেরের বাসিন্দা মেঘওয়াল ছিলেন অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী। ২০১৭-তে মন্ত্রিসভায় রদবদলের সময় মন্ত্রিত্ব পান তিনি। ২০০৯ থেকে সাংসদ তিনি। এবারও নিজের কেন্দ্রে তাঁর তুতো ভাই কংগ্রেসের প্রার্থীকে হারিয়েছেন মেঘওয়াল।

তিনিও এদিন সাইকেলে চেপেই পৌঁছন রাষ্ট্রপতি ভবনে। শখেই সাইকেল চালান এই মন্ত্রী।

সম্পর্কিত পোস্ট

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official

দিল্লির ঘরে ঘরে জ্বর!

banglarmukh official