26 C
Dhaka
মে ৬, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ

বিষাক্ত রংয়ে মুখরোচক খাবার, মুন স্টারকে জরিমানা

খাদ্য আইন লঙ্ঘন করে বিষাক্ত রং ব্যবহার করে তৈরি হচ্ছে মুখরোচক সব খাবার। এ অপরাধে রাজধানীর কলাবাগানের মুন স্টার কাবাব অ্যান্ড মিনি চাইনিজ রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে আরও ছয় প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

প্রতিষ্ঠানগুলো হলো- কলাবাগান এলাকার তেজপাতা রেস্টুরেন্ট, আলম রেস্তোরাঁ, রানা ফার্মেসি, হক ফার্মেসি, সজিব ফার্মেসি এবং কাকরাইলের বিপাশা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।

শ‌নিবার রাজধানীর কলাবাগান ও কাকরাইল এলাকায় অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৫১ ধারায় মোট ১ লাখ ৬৪ হাজার টাকা জ‌রিমানা করা হ‌য়।

এর ম‌ধ্যে তেজপাতা রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা, আলম রেস্তোরাঁকে ৪০ হাজার টাকা, রানা ফার্মেসিকে ১৫ হাজার টাকা, হক মেডিকেল স্টোরকে ২ হাজার টাকা, সজিব ফার্মেসিকে ২ হাজার টাকা এবং কাকরাইলের বিপাশা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান প‌রিচালনা ক‌রেন অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (উপ-সচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার। সহযোগিতা করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রজবী নাহার রজনী। এ সময় সার্বিক সহায়তা করেন আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)-১১ এর সদস্যরা।

মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত লাভের আশায় আইন লঙ্ঘন করে ভেজাল সামগ্রী মিশিয়ে খাবার তৈরি করছে। মেশানো হচ্ছে বিষাক্ত ক্যামিক্যাল রং; যা খেয়ে ক্রেতারা স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়ছে। এ অপরাধে মুন স্টার কাবার অ্যান্ড মিনি চাইনিজ রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আজকে আরও ৬ প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৬৪ হাজার টাকা জ‌রিমানা করা হ‌য়।

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

২০২৬ সালেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ করা হবে

banglarmukh official