সম্মানিত মিডিয়ার ভাইয়েরা আমার, আপনাদের কাছে বিনীত অনুরোধ, প্লিজ আমাকে কোনো কাজের অনুরোধ করে লজ্জা দেবেন না। আমি খুব কম সময়ের জন্য বাংলাদেশে এসেছি। ঈদ করতে এবং আমার পরিবার ও বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটানোর জন্য।
আর এত্তোগুলা খাওয়ার জন্য। তাই এই ছুটিতে কোনো কাজ করতে আমি ইচ্ছুক না। এমনকি মিডিয়ার স্টেরিওটাইম চিপচিপে শুকনা কথাইও আমি না। মাশাআল্লাহ, বড়ই সুন্দর স্বাস্থ্য আমার এখন। তাই এই অবস্থায় আমি কোনো কাজ করতে চাই না। যখন ইচ্ছা হবে, নিজেকে পারফেক্ট মনে করব কাজ করার, তখন আমি নিজেই আপনাদের জানাবো…। আমি এখন শুধুই বিশ্রাম করতে চাই, মন ভোরে খেতে চাই, আর আমার পরিবার-বন্ধুদের…।
শোবিজের প্রতি সম্মান রেখেই বলছি, মিডিয়া আমার কাছে অনেক কিছু, কিন্তু সবকিছু না। প্লিজ আমাকে কেউ ফোন করে পাগল বানাবেন না…ভালো থাকবেন।
(ফেসবুক থেকে সংগৃহীত)