বানারীপাড়ায় ২৪ ঘন্টার ব্যবধানে দুই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার ইলুহার ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে ফজলুল হক ধনুকের স্ত্রী কোহিনুর বেগম(৫৫)’র লাশ বাড়ির আমগাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়ার পরে তারা গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
লাশ উদ্ধারকারী থানার এস আই শাহাদাৎ হোসেন জানান কোহিনুর বেগম মানুষিক রোগী ছিলেন। পরিবারের অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই তার লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
এদিকে শুক্রবার সকালে একই ইউনিয়নের জনতা বাজার এলাকার সুলতান হোসেনের মেয়ে ফাহিমা আক্তার (১৯)’র লাশ পাশ্ববর্তী নানা বাড়ির একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হলে তারা গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। প্রাথমিকভাবে এ দুটি ঘটনা আত্মহত্যা বলে পুলিশ ও পরিবারের ধারণা।
প্রসঙ্গত,বানারীপাড়ায় একের পর এক ঝুলন্ত লাশ উদ্ধার হলেও কোনটির মৃত্যু রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ।