ধর্ষক মাত্রেই বিকৃত মনস্ক ৷ কিন্তু গ্লাসগোর জন ডিকসনের কথা শুনলে গা শিউড়ে উঠবে ৷ একাধিক মহিলাকে প্রায় ১৭ বছর বিভিন্ন সময়ে ধর্ষণের মতো মারাত্মক অপরাধ করেছে সে ৷
তারওপর যে নারীকে ধর্ষণ করত তার গায়ের ওপর অনেক সময়েই একটা ন ফুটের লম্বা সাপ ছেড়ে দেওয়া হত ৷ যেটা জন ডিকসনের পোষা একটি পোষা boa constrictor ৷ যেটা নির্বিষ হলেও ভয়ানক আকারের একটি সাপ ৷
ডিকসনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ যিনি এনেছিলেন সেই মহিলাদের মধ্যে একজন জানিয়েছেন প্রথমবার তাকে ট্রেনের টয়লেটে ধর্ষণ করা হয়েছিল ৷ তারপর থেকে বাড়িতে নিয়মিত ধর্ষণ করা হত তাকে ৷ বেশিরভাগ সময়েই তার গায়ে ছেড়ে দেওয়া হত এই সাপটি ৷ তার প্রাণ ভয়ে শিউড়ে উঠত ৷
ইনি ছাড়াও আরও একজন মহিলার অভি়যোগ দীর্ঘ ৫ বছর ধরে ১০০০ বার ধর্ষণ করেছেন ৷ আরও এক মহিলার অভিযোগ তিনি যখন ভয়ার্ত অবস্থায় আলমারিতে লুকিয়েছিলেন তখন তাঁর ওপর ছুরি নিয়ে হামলা করেছিল ৷ সব অভিযোগ সত্যি প্রমাণিত হওয়ার পর এই জন ডিকসনের কারাদন্ড হয়েছে ৷