দশম জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভাপতি ও জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে আয়োজিত দশম জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটি’র ২২তম বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেন।
উক্ত সভায় পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী), স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ্ এমপি, শেখ সেলিম এমপি, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি, বানিজ্য মন্ত্রী তোফায়েল আহম্মেদ এমপি, বিরোধী দলীয় সংসদ উপনেতা রওশন এরশাদ এমপি, ও মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী মোফাজ্জল হক।