Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

মুলাদীতে আট মাস ধরে ভাতা পাচ্ছেন না হতদরিদ্ররা

মুলাদীতে দীর্ঘ ৮ মাস ধরে ভাতা পাচ্ছেন না বয়স্ক, প্রতিবন্ধী ও বিধবারা। ভাতা নির্ভরশীল এসব পরিবার অসহায়ভাবে দিনযাপন করছে। উপজেলা সমাজসেবা অফিস ও সোনালী ব্যাংক কর্মকর্তাদের খামখেয়ালীপনায় অসহায় বয়স্ক, প্রতিবন্ধী ও বিধবাদের পরিবারগুলো সরকারি ভাতা থেকে বঞ্চিত হচ্ছে।

পবিত্র ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আজহা গেলেও এসব পরিবারগুলোকে ভাতা দেয়ার কোনো উদ্যোগ নেয়া হয়নি। ঈদের ন্যূনতম আনন্দ থেকে বঞ্চিত পরিবারগুলোর মধ্যে এনিয়ে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। ৩ মাস পর পর এসব সুবিধাভোগীদের ভাতা দেয়ার কথা থাকলেও জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দীর্ঘ ৮ মাস ধরে ভাতা না পাওয়ার পরেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বয়স্ক, প্রতিবন্ধী ও বিধবাদের ভাতা প্রদানের কোনো ব্যবস্থা করেনি। জানা গেছে উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৫ হাজার ৪৬৩ জন বয়স্ক ভাতা, ২ হাজার ২৫৭ জন বিধবা ভাতা এবং ১ হাজার ১৫৫ জন প্রতিবন্ধীকে সরকারি ভাতা প্রদানের জন্য তালিকাভুক্ত করা হয়।

এসব সুবিধাভোগীদের বিগত বছরের ডিসেম্বর মাস পর্যন্ত ভাতা প্রদান করা হয়েছে। পরবর্তীতে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে মার্চ পর্যন্ত এবং জুলাই মাসের প্রথম সপ্তাহে জুন পর্যন্ত ভাতা প্রদানের কথা থাকলেও সেপ্টেম্বর মাসেও ভাতা দেয়া হয়নি। বয়স্ক ভাতা নির্ভরশীল উপজেলার সদর ইউনিয়নের আমজেদ আলী বেপারী জানান, ‘‘সরকারের দেয়া ভাতা দিয়ে আমাদের সংসার ও চিকিৎসা খরচ চলে। কিন্তু অনেক দিন ধরে ভাতা না পাওয়ায় ওষুধপত্র কিনতে পারছি না।” ওই গ্রামের বিধবা ভাতাভোগী হালিমা বেগম কান্না জড়িত কণ্ঠে জানান, সরকারি ভাতা না পাওয়ায় সংসার চালাতে পারছেন না। কবে ভাতা দেয়া হবে তাও জানেন না।

এসব সুবিধাভোগীদের ভাতা প্রদানে বিলম্বের জন্য উপজেলা সমাজ সেবা অফিস এবং সোনালী ব্যাংক পরস্পরকে দোষারোপ করেছে। সমাজসেবা অফিস তালিকা দেয়ার পরও ব্যাংক ভাতা প্রদানের উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ করেছে, আর সোনালী ব্যাংক দাবি করছে তালিকা না পাওয়ায় ভাতা প্রদান করা যাচ্ছে না। উপজেলা সমাজসেবা অফিসার উত্তম কুমার বিশ্বাস জানান, ভাতা প্রদানের জন্য বরাদ্দকৃত তালিকা ঈদের আগেই ব্যাংকে পাঠানো হয়েছে। মুক্তিযোদ্ধাদের ভাতা প্রদানের কারণে ব্যাংক এসব সুবিধাভোগীদের ভাতা দিতে পারেনি।

মুলাদী সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মোঃ রেজাউল ইসলাম জানান, পৌরসভা ও মুলাদী সদর ইউনিয়ন তালিকা দিতে বিলম্ব করায় ভাতা প্রদানে বিলম্ব হচ্ছে। তবে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের ভাতা প্রদান করা হবে।

সম্পর্কিত পোস্ট

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official