বরিশাল বধ্যভূমির স্মৃতি স্তম্ভ সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে গতকাল সকাল ১০টায় মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বরিশাল জেলা ও মহানগর কমান্ড এ সমাবেশের আয়োজন করে।
জেলা কমান্ডার শেখ কুতুব উদ্দিন আহমেদ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর কমান্ডার মোকলেছুর রহমান, অধ্যক্ষ মহসীন উল ইসলাম হাবুল, স্বেচ্ছাসেবী সংস্থা’র কাজী জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড’র এহসান রাব্বী, সাংবাদিক আবুল কালাম আজাদ, নারী নেত্রী নিগার সুলতানা হনুফা, সাংবাদিক সুশান্ত ঘোষ, নজরুল ইসলাম চুন্নু, প্রদীপ কুমার ঘোষ, কাজল ঘোষ, শুভংকর চক্রবর্তী, সৈয়দ দুলাল, বীর প্রতীক মহিউদ্দিন মানিক, নুরুল আলম নীরু, স্বেচ্ছাসেবী সংস্থার কাজী এনায়েত হোসেন শিবলু।
সমাবেশে বক্তারা অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। সমাবেশ পরিচালনা করেন মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরী।