কাজী সাইফুলঃ
বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের কাগাশুরা গ্রাম সংলগ্ন, কাগাশুরা হইতে ঝড়ঝড়িয়া তলার এই ইটের রাস্তাটি যানবাহন চলাচলের জন্য একে বাড়েই অনুপযোগী হয়ে পরেছে।
এই রাস্তা দিয়ে প্রতি দিন দু’টো প্রাথমিক বিদ্যালয়ের ছোট ছোট শিক্ষার্থীরা, একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা, এবং একটি নুরানী কিন্ডার গার্টেন এর শিক্ষার্থীরা, নিয়মিত চলাচল করে। এই রাস্তাটি কোন যানবহন চলাচলে তো উপযোগী নয়ই বরং , পায়ে হেটে চলাচলই দুষ্কর। তাই এলাকাবাসী দ্রুত রাস্তাটি মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েছে।