কাজী সাইফুলঃ
ভিক্ষুক পুনর্বাসনের লক্ষ্যে আজ নলছিটি উপজেলায় ৩৮ জন ভিক্ষুকের ৩৩ জনকে ১০টি করে মুরগী, মুরগীর খোপ, ২০ কেজি করে চাল, ২০ কেজি করে গম এবং শুকনো খাবারের একটি প্যাকেট এবং নগদ ৬০০০/- করে টাকা দেয়া হয়।
৪ জন ভিক্ষুককে চা তৈরি ও বিক্রির সরঞ্জামাদি, ২০ কেজি চাল, ২০ কেজি গম এবং শুকনো খাবার এবং নগদ ৬০০০/- করে টাকা দেয়া হয়। ১ জনকে মুড়িভাজার সামগ্রী, ২০ কেজি চাল, ২০ কেজি গম, শুকনো খাবার এবং নগদ ৬০০০/- টাকা দেয়া হয়।
ভিক্ষুক পুনর্বাসনের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির সম্মানীত জেলা প্রশাসক জনাব মো. হামিদুল হক। জেলা প্রশাসক হামিদুল হকের ঐকান্তিক প্রচেষ্টা ও অনুপ্রেরণায় ভিক্ষুক পুনর্বাসনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, উপজেলায় কর্মরত কর্মকর্তা কর্মচারীদের একদিনের বেতন এবং মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক সহযোগিতায় এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।