মে ১৩, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
বিনোদন

অস্কারে বাংলাদেশ থেকে যাচ্ছে ফারুকী, তিশা ও ইরফান খানের ‘ডুব’

অস্কারের ৯১তম আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ ছবিটি। এবার অস্কারে ‘বিদেশি ভাষার ছবি বিভাগে’ প্রতিযোগিতায় অংশ নেবে ‘ডুব’। আজ রোববার দুপুরে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছবির পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী, অভিনয়শিল্পী তিশা ও প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ। আরও উপস্থিত ছিলেন হাবিবুর রহমান খান, গোলাম রাব্বানী বিপ্লব, আবু মুসা দেবু, মুশফিকুর রহমান গুলজার, পঙ্কজ পালিত, শামীমা আক্তার প্রমুখ।

‘ডুব’ ছবির দৃশ্যে তিশা ও পার্নো মিত্র‘ডুব’ ছবির দৃশ্যে তিশা ও পার্নো মিত্র-আগেই জানা গেছে, এবার বাংলাদেশ থেকে অস্কারে অংশ নেওয়ার জন্য দুটি ছবি জমা পড়ে—মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ আর নূর ইমরান মিঠু পরিচালিত ‘কমলা রকেট’। বাংলাদেশ থেকে অস্কারে ছবি পাঠানোর জন্য তৈরি কমিটির সদস্যরা গতকাল শনিবার ছবি দুটি দেখেছেন। কাকরাইলের আশীর্বাদ কথাচিত্রের কার্যালয়ে ছবি দুটি প্রদর্শন করা হয়। এবার এই কমিটিতে ছিলেন হাবিবুর রহমান খান, পঙ্কজ পালিত, শামীমা আক্তার, আবু মুসা দেবু, মুশফিকুর রহমান গুলজার ও ইফতেখার উদ্দিন নওশাদ।

মোস্তফা সরয়ার ফারুকীমোস্তফা সরয়ার ফারুকীঅস্কারে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করার জন্য প্রতিবছর ছবি নির্বাচন করা হয়। আসলে এসব ছবি অস্কারে ‘বিদেশি ভাষার ছবি বিভাগে’ কতটা ভূমিকা রাখতে পেরেছে? পরিচালক গোলাম রাব্বানী বিপ্লব বলেন, ‘অস্কারে “বিদেশি ভাষার ছবি বিভাগে” যে ছবিগুলো বিভিন্ন দেশ নির্বাচিত হয়, প্রতিটি ছবির ন্যূনতম দুটি প্রদর্শনী হয়। এখানে প্রচারণা একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে যেখানে এই প্রতিযোগিতা হচ্ছে, সেখানে পাবলিসিটি এজেন্ট নিয়োগ করতে হয়। নিজেদেরও কিছু প্রচারণা চালাতে হয়।

এসব ব্যাপারে আমাদের দেশের প্রযোজকদের কাছ থেকে তেমন আগ্রহ দেখা যায় না। তবে কোনো পাবলিসিটি ছাড়াই বাংলাদেশের কিছু ছবি অস্কারে ঠিকই আলোচিত হয়েছিল। এই ছবিগুলো হলো “মাটির ময়না”, “স্বপ্নডানায়” ও “টেলিভিশন”। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ শুধু ছবি নির্বাচন করছে, কিন্তু অস্কারে সাফল্য পাওয়ার জন্য অবশ্যই নির্মাতাদের উদ্যোগী ভূমিকা নিতে হবে।’

‘ডুব’ ছবিতে ইরফান খান‘ডুব’ ছবিতে ইরফান খানবাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার পাশাপাশি ‘ডুব’ ছবিটি ভারত থেকে প্রযোজনা করছে এসকে মুভিজ ও ইরফান খান। ‘ডুব’ ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশের রোকেয়া প্রাচী, তিশা, ভারতের ইরফান খান, পার্নো মিত্র প্রমুখ। গত ২৬ জুন ‘হলিউড রিপোর্টার’ এবং ২৮ জুলাই ‘ভ্যারাইটি’ প্রকাশ করে ‘ডুব’ ছবির রিভিউ। সেখানে লেখা হয়েছে, বাংলাদেশের একজন জনপ্রিয় লেখক ও চলচ্চিত্রকারের জীবন থেকে নির্মিত হয়েছে ‘ডুব’। ছবির চলচ্চিত্রকারের সম্পর্ক হয় কন্যার সহপাঠীর সঙ্গে।

ভ্যারাইটি’ লিখেছে, পারিবারিক সংকট চমৎকারভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন শুধু দৃশ্যের কারিশমায়। ‘হলিউড রিপোর্টার’ লিখেছে, দীর্ঘদিনের সংসার ও মর্যাদাবান একজন স্ত্রী ও টিনএজ সন্তানদের রেখে সেই চলচ্চিত্রকার বিয়ে করেন কন্যার সহপাঠীকে। মানুষের অহংকার ও অভিমান একটি মধ্যবিত্ত পরিবারের সবাইকে কীভাবে বেদনায় ডুবিয়ে দেয়, সেই গল্পই এ সিনেমায় দেখানো হয়েছে।

‘ডুব’ ছবিতে ইরফান খান ও তিশা‘ডুব’ ছবিতে ইরফান খান ও তিশাআগামী বছরে ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের হলিউডের ডলবি থিয়েটারে দেওয়া হবে ৯১তম একাডেমি অ্যাওয়ার্ডস। অস্কারের এই প্রতিযোগিতার আয়োজন করছে দ্য একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।

সম্পর্কিত পোস্ট

জয়া যেন উঠতি বয়সি তরুণী, ভাইরাল ভিডিও

banglarmukh official

বিয়ের পর ফের সুখবর পেলেন মেহজাবীন

banglarmukh official

আত্মহত্যা করেছেন জনপ্রিয় মার্কিন অভিনেত্রী পামেলা

banglarmukh official

বোরকা নিয়ে সানা-সম্ভাবনার বিতণ্ডা

banglarmukh official

শাহিদের সঙ্গে সম্পর্ক ভাঙার কারণ জানালেন কারিনা

banglarmukh official

মিমির অত্যাচারে অতিষ্ঠ হয়ে সামাজিক মাধ্যমের যা বললেন অভিনেতা

banglarmukh official