মে ১৩, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
বিনোদন

ছেলের জন্মদিনের অনুষ্ঠানে যাচ্ছেন শাকিব?

আমন্ত্রণপত্রে নাম না দেওয়াসহ সাবেক স্ত্রী অপু বিশ্বাসের বিরুদ্ধে কিছু অভিযোগের কারণে ছেলে আব্রাম খানের প্রথম জন্মবার্ষিকীতে যাননি শাকিব খান।

দ্বিতীয় জন্মবার্ষিকীর অনুষ্ঠানে থাকবেন কি না, তা নিয়েও রয়েছে সন্দেহ। আজ ২৭ সেপ্টেম্বর দুই বছর পূর্ণ হলো চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের সন্তান আব্রাম খানের। সন্তানের জন্মদিন উদ্‌যাপনের জন্য আজ বৃহস্পতিবার ঢাকার গুলশানের একটি রেস্তোরাঁয় খুব কাছের বন্ধু আর আত্মীয়দের আমন্ত্রণ জানিয়েছেন অপু। এবার আর আগের সেই ভুল করেননি অপু, আব্রামের জন্মদিনের আমন্ত্রণপত্রে মায়ের নামের ওপরে রেখেছেন বাবা শাকিব খানের নাম।

গত মঙ্গলবার সন্ধ্যায় আব্রামকে সঙ্গে নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) যান অপু বিশ্বাস। সেখানে পরিচালক শাহীন-সুমনের নতুন ছবির শুটিং করছিলেন শাকিব খান। শুটিং স্পটে ছেলেকে পেয়ে খুশি হন শাকিব খান। সেখানে ছেলের সঙ্গে আনন্দে মেতে ওঠেন। কিছু সময় একসঙ্গে সময় কাটান। বাবাকে জন্মদিনের কার্ড দিয়ে মায়ের সঙ্গে বাসায় ফিরে আসে আব্রাম। জানা গেছে, শাকিব খান যেন ছেলের জন্মদিনে উপস্থিত থাকেন, তার জন্য শাকিবকে অনুরোধ করেছেন অপু।

আব্রাম খানকে নিয়ে শাকিব খান ও অপু বিশ্বাস। ছবি: প্রথম আলোআব্রাম খানকে নিয়ে শাকিব খান ও অপু বিশ্বাস। ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। শাকিব খান ও অপুর সন্তান আব্রাম খান ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্মগ্রহণ করে। গত বছর ১০ এপ্রিলে একটি টিভি চ্যানেলের সরাসরি অনুষ্ঠানে এসে বিয়ে ও সন্তানের খবর ফাঁস করেন অপু বিশ্বাস।

সেদিন অপু বলেন, ‘আমি শাকিবের স্ত্রী, আমাদের ছেলে আছে।’ বিয়ের খবর জনসমক্ষে আসার পর দুজনের সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়। পরিস্থিতি এমন অবস্থায় পৌঁছায় যে, শাকিব খান ও অপু বিশ্বাস নিজেদের মধ্যে মুখ দেখাদেখি বন্ধ করে দেন। শুধু ছেলে আব্রামের কারণে মাঝেমধ্যে দেখা হলেও কথা হয় না দুজনের। এ বছর ঢাকাই চলচ্চিত্রের এই নায়ক-নায়িকার সংসারে বিচ্ছেদ ঘটে।

আজ বৃহস্পতিবার দুপুরে অপু বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘ছেলের প্রথম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে অনেক ভুলত্রুটি হয়েছে। ওসব আর মনে করতে চাই না। এখন আমার মনে হয়, শাকিব আর আমার মধ্যে সম্পর্কের অবনতির জন্য কিছু লোক উঠেপড়ে লেগেছে। এখন আর তাদের কথায় আমি কান দিই না। শাকিব খান আমার সন্তানের বাবা—এটা মনে রেখে আমি এখন পথ চলছি।

সম্পর্কিত পোস্ট

জয়া যেন উঠতি বয়সি তরুণী, ভাইরাল ভিডিও

banglarmukh official

বিয়ের পর ফের সুখবর পেলেন মেহজাবীন

banglarmukh official

আত্মহত্যা করেছেন জনপ্রিয় মার্কিন অভিনেত্রী পামেলা

banglarmukh official

বোরকা নিয়ে সানা-সম্ভাবনার বিতণ্ডা

banglarmukh official

শাহিদের সঙ্গে সম্পর্ক ভাঙার কারণ জানালেন কারিনা

banglarmukh official

মিমির অত্যাচারে অতিষ্ঠ হয়ে সামাজিক মাধ্যমের যা বললেন অভিনেতা

banglarmukh official