বরিশালের উজিরপুরের জল্লা ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার নান্টুর হত্যাকারীদের বিচারের দাবীতে ৬ষ্ঠ দিনেও মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জল্লা বাসী।
বৃহষ্পতিবার সকাল ১১ টায় জল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম বাচ্চু,সমির মজুমদার নের্তৃত্বে বিক্ষুব্ধ হাজার,হাজার নারী,পুরুষ হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
এসময় মানবন্ধনে অংশগ্রহন করেন উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল,কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান খান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বালী,সমির মজুমদার,শংকর মজুমদার,উপজেলা ছাত্রলীগ সভাপতি অসিম ঘরামী,আওয়ামীলীগ নেতা রেজাউল করিম,আনোয়ার বালী প্রমূখ। এসময় হাফিজুর রহমান ইকবাল বলেন দলীয় কোন্দলের কারনেই জনপ্রিয় ইউপি চেয়ারম্যানকে জিবন দিতে হয়েছে।
অনতি বিলম্বে এমপি’র পি.এস আবু সাইদ ও শোলক ইউপি চেয়ারম্যান কাজী হুমায়ুন কবিরসহ সকল আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান এবং অচিরেই সকল খুনীদের গ্রেফতার করা না হলে পরবর্তীতে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তিনি। জল্লাসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অব্যাহত রয়েছে উল্লেখ্য ২১ সেপ্টেম্বর রাত সাড়ে ৮ টায় কারফা বাজারে নীজ কাপরের দোকানে বসা অবস্থায় ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার নান্টুকে দুর্বৃত্তরা গুলি করে নির্মম ভাবে হত্যা করে পালিয়ে যায়।
এদিকে উজিরপুরে আলোচিত ইউপি চেয়রম্যান নান্টুর হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে উপজেলা হিন্দু,বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বৃহষ্পতিবার সকাল ১০ টায় ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদী বাসস্ট্যান্ডে মানবন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তারের কাছে জেলা প্রশাসক এর কাছে স্মারক লিপি প্রদান করেন।
মানবন্ধন ও সমাবেশে উপজেলা হিন্দু বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি দিলিপ কুমার সিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান খান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অশোক কুমার হাওলাদার,সম্পাদক আঃ মজিদ সিকদার বাচ্চু,পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী,পুজা উদযাপন পরিষদের সভাপতি ও ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু,সম্পাদক সহদেব কুমার দাস, ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল,হিন্দু বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক তাপস চন্দ্র রায়,মাইনোরিটি রাইস ফোরামের সভাপতি গৌরাঙ্গ লাল কর্মকার,সম্পাদক শংকর মজুমদার,সেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন বালী, বিমল মাঝি,বর্তমান সভাপতি কামাল হোসেন সবুজ,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রইসুল ইসলাম রিয়ন,কেন্দ্রীয় কীর্ত্তন আঙ্গিনার সাধারন সম্পাদক বরুন কুমার মিত্র, জাতীয় পার্টির সম্পাদক হানিফ হাওলাদার,উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ছরোয়ার হোসেন, সৈয়দ জাহিদ আলম,বাসুদেব পারুয়া,মাখন লাল রায়,অভিলাস হালদার প্রমূখ।
সভায় বক্তারা অনিতবিলম্বে নান্টুর হত্যাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।