34 C
Dhaka
জুলাই ১২, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ রাজণীতি

৪ অক্টোবর লালদীঘি ময়দানে জনসভা করবে বিএনপি

প্রশাসনের অনুমতি মিললে ৪ অক্টোবর নগরীর লালদীঘি ময়দানে জনসভা করার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বিএনপি। দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি, নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে এই জনসভার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন।

শনিবার দুপুরে নাসিমন ভবনে নগর বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচির কথা জানান তিনি।

সংবাদ সম্মেলনে শাহাদাত হোসেন বলেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সবার অংশগ্রহণমূলক, অবাধ ও সুষ্ঠু করতে সরকার কাজ করে যাচ্ছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে জানিয়েছেন। কিন্তু গায়েবী মামলা দিয়ে বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে জেলে পুরে, হয়রানি-নির্যাতন করাই কী তাদের সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা?

লিখিত বক্তব্যে তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে সবার জন্য সমতল ভূমি দরকার। তারা বহর নিয়ে বিভিন্ন জেলায় নির্বাচনের প্রচারণা চালাচ্ছেন। আর আমাদের রাতের আঁধারে গ্রেফতার করে জেলে রাখছেন। গত ১০ দিনে ১৫১ জন বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বিনা অপরাধে। এটাই কী তবে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ?

হাইকোর্টের নির্দেশ পুলিশ মানছে না দাবি করে শাহাদাত হোসেন বলেন, হাইকোর্ট থেকে জামিন নিলেও পুলিশ গায়েবী মিথ্যা মামলায় গ্রেফতার দেখিয়ে নিরপরাধ বিএনপি নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। এমনকি মামলা না থাকলেও ইয়াবা ও ধর্ষণ মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করা হচ্ছে।

ঢাকায় চকবাজার থানা বিএনপির এক নেতা মারা গেছেন ২০১৬ সালে, কিন্তু ২০১৮ সালে এসে সেই মৃত ব্যক্তির নামেও মামলা দেওয়া হয়েছে। বিএনপি নেতাকর্মীরা মরেও রেহাই পাচ্ছেন না। সম্মেলনে নগর বিএনপির এই শীর্ষ নেতা অভিযোগ করে বলেন, বিএনপি নেতাদের অফিস ও বাসাবাড়িতে তল্লাশির নামে ভাঙচুর চালানো হচ্ছে য় পরিবারের সদস্যদের সঙ্গেও খারাপ আচরণ করছে পুলিশ।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, নগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান, সহ-সভাপতি এম এ আজিজ প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official