দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে সাবেক এমপি ও বরিশাল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. অধ্যক্ষ আব্দুর রশিদ খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
১ অক্টোবর সোমবার বরিশাল জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ আঃ কাদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকায় বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি ও সাধারণ সম্পাদক এড. তালুকদার মোঃ ইউনুস এমপি এক যুক্ত বিবৃতিতে আব্দুর রশিদ খানকে সাময়িক বরখাস্ত করা হয়।
আব্দুর রশিদ খান, বিএনপি থেকে কয়েক বছর পূর্বে আওয়ামীলীগে যোগদেন।