৬ অক্টোবর রাত সাড়ে ৩টায় পটুয়াখালী জেলার কলাপাড়ার শেখ কামাল ব্রিজের দক্ষি পাশ থেকে তাদের আটক করা হয়।
র্যাব-৮ জানায়, নিজস্ব গোয়েন্দা সূত্রে জানতে পারে যে, পটুয়াখালী জেলার কলাপাড়া থানার শেখ কামাল ব্রীজের দক্ষিণ পাশে হইতে, চাঞ্চল্যকর মোঃ ইব্রাহীম (২৫) ও মোঃ আলম (৩০) কে আটক করে।
আটক ইব্রহিম টেকনাফ থানার পশ্চিম পানখালী এলাকার মৌলভী মো ঃইউনুসের ছেলে এবং আলম উখিয়া থানার বালুখালী এলাকার আবুল হোসেনের ছেলে।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৮ জানতে পারে যে, আমদানীকৃত নিষিদ্ধ অবৈধ মাদকদ্রব্য (ইয়াবা) চোরাইভাবে মায়ানমার হতে, সমুদ্রপথে ট্রলারযোগে আনিয়া প্রাইভেটকার যোগে ধৃত ব্যক্তি গন ঢাকায় নিয়ে যাচ্ছে।
তথ্যের ভিত্তিতে র্যাব-৮ এর বিশেষ আভিযানিক দল পটুয়াখালী জেলার কলাপাড়া থানার শেখ কামাল ব্রীজের নিকট হতে দক্ষিণ পাশে ৬ অক্টোবর ২০১৮ সাড়ে ৩টায় স্থানীয় জনসাধারন এর উপস্থিতিতে, ধৃত আসামীরে কাছথেকে তল্লাশী করে ৬,৭৭,০৫৬ (ছয় লক্ষ সাতাত্তর হাজার ছাপান্ন) পিচ ইয়াবা ট্যাবলেট, ১টি বিদেশী তৈরি পিস্তল, ২টি পিস্তলের ম্যাগাজিন, ৪টি পিস্তলের গুলি, ৪টি মোবাইল, ৪টি মোবাইলের সিমকার্ড ও নগদ ১৯৭৫/- টাকা উদ্ধার করা হয়।