২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক জিয়ার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। লন্ডনে পলাতক তারেক জিয়া স্থানীয় সময় সকালে লন্ডনে তাঁর বাসভবনে যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দ যান।
যুক্তরাজ্য বিএনপির একজন নেতা বলেছেন, ‘আমরা এটুকুই চেয়েছিলাম। ভাইয়াও (তারেক) আমাদের বলেছিল, যেন শুধু মৃত্যুদণ্ড না হয়। তারেকের বাসায় যাওয়া অন্য একজন নেতা বলেছেন, ‘তারেক জিয়া জানতেন এই মামলায় আদালত তাঁকে দণ্ড দেবেই। কিন্তু তাঁকে মৃত্যুদণ্ড দিলে তাঁর রাজনীতি কঠিন হয়ে পড়তো।
এই যাবজ্জীবন কারাদণ্ডে তারেক খুশিই।’ অবশ্য বিএনপির যুক্তরাজ্য শাখার সভাপতি আবদুল মালেক আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বলেছেন, ‘এই রায় ফরমায়েশি রায়। বিএনপির বিরুদ্ধে সরকারের আক্রোশের প্রতিফলন ঘটেছে এই রায়ে।’
