একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ডের এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবনের আদেশ দিয়েছেন আদালত।
এ রায়ের কথা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জানতে পেরেছেন কি-না তা নিয়ে অনেকের মধ্যে কৌতূহল রয়েছে। কারাবন্দি খালেদা জিয়া বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ৬১২ নম্বর কেবিনে চিকিৎসাধীন। এই কেবিনে ডিশ ক্যাবল সংযোগসহ টিভি থাকার কথা থাকলেও কয়েদী থাকার কারণে টিভি রাখা হয়নি। ফলে টিভি দেখে রায় জানার সুযোগ নেই খালেদা জিয়ার।
মেডিকেল সূত্রে জানা গেছে, রায়ের সময় খালেদা জিয়া ঘুমে থাকলেও দুপুর ১২টার পর ঘুম থেকে উঠেন তিনি। ঘুম থেকে জেগেই কলিং বেলের মাধ্যমে তাঁর সেবার দায়িত্বে নিয়োজিত ফাতেমাকে ডাকেন তিনি। কেবিনে ঢুকে ফাতেমা প্রথমে খালেদা জিয়াকে রায়ের বিষয়ে কিছুই বলেননি। তবে ফাতেমার চোখে পানি দেখে কিছুটা আঁচ করতে পারেন তিনি।
কিছুক্ষন পর রায়ে কি হয়েছে তা জানতে চান সাবেক এই প্রধানমন্ত্রী। জবাবে ফাতেমা বলেন, রায়ে তারেক রহমানের যাবজ্জীবন সাজা হয়েছে। এসময় ৬১২ নম্বর কক্ষে উপস্থিত ছিলেন একজন নার্স। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী ফাতেমার কান্নায় কিছুটা আবগঘন পরিবেশের সৃষ্টি হয় কেবিনে। তবে এ সময় খালেদা জিয়া ছিলেন একেবারেই নির্বিকার।
এমনিতেই তিনি কথা কম বলেন আর আজকে রায় নিয়ে ফাতেমার প্রতিক্রিয়ায় তিনি একটি কথাও বলেননি।
