বরিশালে মোটরসাইকেল কেনে না দেয়ায় মা-বাবার সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে মো. শোভন (১৩) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। শোভন নগরীর বাজার রোড এলাকার খালেক সরদারের ছেলে এবং টাউন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
শোভনের স্বজনরা বলেন, বেশ কিছু দিন ধরেই মোটরসাইকেল কেনার আবদার করে আসছিল শোভন। এ নিয়ে মা-বাবার সঙ্গে বেশ কয়েকবার ঝগড়াও হয়। কিন্তু মোটরসাইকেল কেনে না দেয়ায় অভিমান করে বুধবার রাতে বাসার বারান্দায় ওড়না দিয়ে গলায় ফাঁস দেয় শোভন।
কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি নুরুল ইসলাম বলেন, স্কুলছাত্র আত্মহত্যার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।