শামীম ইসলাম:
নৌ পরিবহন মন্ত্রনালয়ের মন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, ডা. কামাল হোসেন স্বাধীনতা বিরোধীদের সাথে জাতীয় ঐক্য গড়ে তুলেছেন। ওটা জাতীয় ঐক্য নয় ওটা হচ্ছে জাতীয় শত্রুদের ঐক্য। বর্তমান প্রদানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে ক্ষিপ্ত হয়ে দেশে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। যাদের রাজনীতিতে কোন খবরই ছিলো না। হঠাৎ করেই শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে তারা। গনতন্ত্র ফিরিয়ে আনার কথা বলছেন। ইতিমধ্যে নিজেদের গড়া ঐক্য জোটে ভাঙ্গন শুরু হয়েছে। ন্যাপ, এনডিপি বের হয়ে গেছে। ধিরে ধিরে অন্যরাও বেরিয়ে আসবে।
তবে ২০১৫ সালে বিএনপি জামায়াত যখন গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যা করেছে তখন কোথায় ছিলেন ডা. কামাল ও তার সাথীরা। যারা মানুষ পুরিয়ে হত্যা করে তাদের জন্য গনতন্ত্র হতেপারেনা।
তিনি আরো বলেন, শেখহাসিনার অপতিরোধ্য শাষন আমলে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি যখনই ক্ষমতায় এসেছেন তখনি দেশের উন্নয়নের কথা চিন্তা কওে তা বাস্তবায়নে রুপ দিয়েছেন। সেই নেত্রীকেই ১৯বার হত্যার চেষ্টা করা হয়েছে।
২০০৪ সালে ঢাকার বঙ্গবন্ধু এ্যাভিনিউতে গ্রেনেড বিস্ফোরন করে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা করা হয়েছে। দির্ঘ বছর পর সেই মামলার রায় হয়েছে। মামলায় তারেক রহমানের যাবতজীবন ও লুতফর রহমান বাবররের ফাসির আদেশ হয়েছে। বিএনপি জামায়াতের উদ্যোশ্য ছিলো বাংলাদেশকে ধ্বংস করে পাকিস্তানী ভাবনায় দেশ পরিচালনা করা।
মন্ত্রী আরো বলেন, এ ষড়যন্ত্র আজ থেকে নয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্যে দিয়ে শুরু হয়েছে। তারা চেয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা ও জাতীয় সংগীত পরীবর্তন করতে।
নৌ মন্ত্রী শাহজাহান খান বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বলেন, দেশের খাদ্য ঘাটতি নেই। দেশে বিদুৎ উৎপাদন করা হচ্ছে বর্তমানে দেশে ১১ হাজার মেগাওয়াট বিদুৎ উৎপাদিত হচ্ছে। প্রধান মন্ত্রী ২০৪০ সালে ৬০ হাজার মেগাওয়াট বিদুৎ উৎপাদন হবে বলে ঘোষনা দিয়েছেন। তিনি ১শ বছরের ডেল্টা প্রকল্প প্রনয়ন করেছেন। বিদুৎ উৎপাদনের পাশাপাশি সাধারন কৃষকদের সার বিতরন, বয়স্ক ভাতা, বিধাব ভাতা, মাতৃত্ব ভাতা, প্রতিবন্ধি ভাতা প্রদান করছেন।
এসময় নৌ মন্ত্রী আরো বলেন, বরিশালে ইতিমধ্যে পাইলট বিশ্রামাগার নির্মান করা হয়েছে। র্টামিনালের সৌন্দর্য বৃদ্দির জন্য এবং জমি যাতে বেদখল না হয় সেজন্য বনায়ন করা হয়েছে। বরিশাল নৌবন্দরের উত্তর পাশে বহুতল ভবন নির্মান করা হবে।
শুক্রবার সকাল ১০টায় বরিশাল নদী বন্দর টার্মিনালে বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এর বরিশাল আঞ্চলিক অফিস কাম বাণিজ্যিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।
বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মোহাম্মদ মফিজুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরিশাল ২ আসনের সাংসদ তালুকদার মো: ইউনুস, বরিশাল ৫ আসনের সাংসদ জেবুন্নেছা আফরোজ, বিআইডব্লিউটিএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোশারফ হোসেন এবং নৌ পুলিশ সুপার কফিল উদ্দিন প্রমুখ। এতে স্বাগত বক্তব্য রাখেন বিআইডব্লিউটিসির পরিচালক সাহাদাত হোসেন। এর আগে ফিতা কেটে ভবনটির উদ্বোধন করেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি। এসময় অতিথিরা উপস্থিত ছিলেন।
এসময় তিনি বলেন, বরিশাল নদী বন্দর থেকে একদিকে স্টীমার ঘাট এবং অপরদিকে পোর্ট রোড মৎস বন্দরের আগ পর্যন্ত উন্নয়ন প্রকল্প গ্রহন করা হয়েছে। এছাড়াও এখানে বহুতল ভবন ও শপিং মল নির্মান করা হবে। আর আগামী ৬ মাসের মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন হতে পারে আশাব্যক্ত করেন মন্ত্রী।
অনুষ্ঠানে জানানো হয়, বরিশাল নদী বন্দর টার্মিনালের সামনে প্রায় ১৪ শতাংশ জমির উপর ৪ কোটি ৫৯ লাখ ৪০ হাজার ৪৭০টাকা ব্যয়ে ৬তলা বিশিষ্ট এই বাণিজ্যিক ভবনটি নির্মান করা হয়। ২য় থেকে ৬ষ্ঠ তলা পর্যন্ত বাণিজ্যিক স্পেস রাখা হয়েছে। পাশাপাশি নিচ তলায় ১৩টি বাণিজ্যিক দোকান নির্মান করা হয়েছে। এছাড়াও ৬ষ্ঠ তলার দক্ষিণ অংশে বিআইডব্লিউটিসির রেস্ট হাউজ করা হয়েছে।