দূর্ঘটনাবাকেরগঞ্জ বন্দরে মোড় থেকে লন্চঘাট পর্যন্ত ভয়াবহ অগ্নিকান্ড by banglarmukh officialOctober 20, 2018078 Share0 অাজ সকাল ৫.৩০টার দিকে বন্দরের থানা মোড় থেকে শুরু করে পুরাতন লন্চঘাট পর্যন্ত প্রায় ২০টি বিভিন্ন দোকান-হোটেল-গুদাম পুড়ে ছাঁই, এতে অনেক ক্ষয়ক্ষতি হয়। বরিশাল ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের সহযোগীতায় অাগুন নিয়ন্ত্রিরিত হয়েছে।