33 C
Dhaka
জুলাই ১২, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
প্রচ্ছদ বরিশাল রাজণীতি

সম্মানী ভাতা নেবেন না মেয়র সাদিক আব্দুল্লাহ

শামীম ইসলাম:

সিটি কর্পোরেশনের দেনা পরিশোধ না হওয়া পর্যন্ত নিজের সম্মানী ভাতা না নেয়ার কথা জানিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। মঙ্গলবার বিকেলে দায়িত্বভার গ্রহনের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মেয়র সাদিক আব্দুল্লাহ জানান, সিটি কর্পোরেশনের দেনার পরিমাণ কয়েকশ কোটি টাকা। তাই এগুলো পরিশোধের ব্যাপারে তিনি উদ্যোগ নেবেন। এছাড়া অতীতে সিটি কর্পোরেশনে কোনো দুর্নীতি হয়ে থাকলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও জানান, তিনি কোনো পয়সা (পার্সেন্টেজ) নেবেন না, তাই কারও দুর্নীতি সহ্য করবেন না। আইন অনুযায়ী সিটি কর্পোরেশন পরিচালিত হবে। সিটি কর্পোরেশনের কোনো কাউন্সিলরকেও ঠিকাদারী কাজ করতে দেয়া হবে না।

নগরীর ভঙ্গুর রাস্তাঘাটসহ অবকাঠামো পুনরায় নির্মাণ ও মেরামত, বর্ধিত এলাকার উন্নয়ন এবং নগরীকে মাদকমুক্ত করতে বিশেষ উদ্যোগ নেয়ার কথা বলেন মেয়র সাদিক আবদুল্লাহ।

অনুষ্ঠানে বরিশাল-২ আসনের সংসদ সদস্য তালুকদার মো ইউনুস, বিভাগীয় কমিশনার রামচন্দ্র দাস, ডিআইজি শফিকুল ইসলাম, পুলিশ কমিশনার মোশারফ হোসেন, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে নগর ভবন চত্বরে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আয়োজিত মেয়র ও কাউন্সিলরদের জন্য অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সম্পর্কিত পোস্ট

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official