এপ্রিল ৩০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
প্রচ্ছদ প্রশাসন বরিশাল রাজণীতি

ব্যাতিক্রমি মেয়র সাদিক আবদুল্লাহ : যেন নতুন চমকের দূত।

শেখ সুমন :

বরিশাল সিটি কর্পোরেশনের নতুন নগর পিতা হিসেবে আজ দুদিন হলো দ্বায়িত্ব নিয়েছেন যুবরত্ন সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।সিটি নির্বাচনের আগে অনেকেই বলেছিল যে চমক দেখাবে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। হ্যা , যারা বলেছিলেন তারা ঠিক বলেছিলেন। দু দিনেই নতুন নতুন চমক দেখাচ্ছেন নগর পিতা সাদিক আব্দুল্লাহ।

আজ বৃহস্পতিবার সকাল দশটায় নগর ভবনে আসার কথা ছিল তার। কিন্তু সকাল গড়িয়ে দুপুর,কোন দেখা নাই নব নির্বাচিত মেয়রের। নগর ভবনের সকলেই মনে করেছিল যে আজ আর আসবেন না তিনি। কিন্তু হঠাত করে ঠিক দুপুর দুটার সময় নগর ভবনের সামনের গেটে মটর সাইকেল নিয়ে হেলমেট মাথায় একটি টি শার্ট আর জিন্স প্যান্ট পরে হাজির একজন। সরাসরি মটর সাইকেল নিয়ে ঢুকতে যান নগর ভবনে। কিন্তু বাধাঁ দেন গেটে দ্বায়িত্বরত কর্মীরা। মটর সাইকেল নিয়ে প্রবেশ করা যাবেনা। কিন্তু যখন হেলমেট খুললেন,অবাক হয়ে তাকালেন কর্মীরা। মুখ দিয়ে কথা বের না করে হাত জাগিয়ে সালাম দিলেন। এক জনে বলেই ফেললেন , এ যে নগর পিতা, নতুন চমকে।

সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর এই চমকে চমকে গেছে নগর ভবন। সবাই মনে করছে যে,ঠিক মতো কাজ করতে হবে। তা না হলে হঠাত করেই ধরে ফেলবে নগর পিতা।

দায়িত্ব নিয়ে আসলেই চমকে দিচ্ছেন তিনি। প্রথম দিনেই সকল কাউন্সিলর দের সাথে মিটিং করেছেন তিনি। যেখানে বলেই দিয়েছেন যে , সকল ওয়ার্ডের সমস্যা চিন্হিত করে সমস্যা সমাধানের উপায় বের করে কাজ করতে হবে। তারপর তিনি নগর থেকে সকল ব্যানার ফেস্টুন উঠিয়ে নেওয়ার আল্টিমেটাম দেন। তার মধ্যে হঠাত করে মটর সাইকেল চালিয়ে নগর ভবনে আসলেন। তাও হেলমেট পরে সচেতন উপায়ে।ট্রাফিক আইন মেনে বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন ।

এবার নগরবাসী অপেক্ষায় ,নগর পিতার উন্নয়নের চমক দেখতে।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official