29 C
Dhaka
এপ্রিল ৩০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
প্রচ্ছদ বরিশাল সাহিত্য পাতা

জমকালো আয়োজনে লেখালেখি সাহিত্য সম্মাননা-২০১৮ অনুষ্ঠিত

কাজী সাইফুলঃ

বরিশাল বিভাগের পাঁচ জেলার পাঁচজন গুণী, প্রচার বিমুখ ও নিভৃতচারী লেখকদের লেখালেখি সাহিত্য সম্মাননা -২০১৮ আজ অনুষ্ঠিত হয় বরিশাল নগরীর কর্মবীর আব্দুল খালেক পাঠাগার এর খেয়ালী গ্রুপ থিয়েটার হলে। শিল্প সাহিত্যের ছোট কাগজ ‘আমাদের লেখালেখি’ বরিশাল এর আয়োজনে আজ ০৯ নভেম্বর শুক্রবার বিকালে এই সম্মাননা প্রদান করা হয়।

“সাহিত্যে নিবেদিত জীবনের প্রতি শ্রদ্ধাঞ্জলি” এই শ্লোগানের সম্মাননা পাওয়া লেখকরা হচ্ছেন বরিশালের কবি, নাট্যকার ও গীতিকার আব্দুল হাকিম, ঝালকাঠির কবি ও সংগঠক সিকানদার কবীর, বরগুনার কবি ইদ্রিস আলী খান, পটুয়াখালীর কবি ও গীতিকার নির্মল কুমার দাশ গুপ্ত ও পিরোজপুরের মরমী কবি নাট্যকার শ্রীকুমার আচার্য্য। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কবি মাহামুদা খানম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি দুখু বাঙাল। অনুষ্ঠানটির আহবায়ক ছিলেন কবি শফিক আমিন। সঞ্চালনায় ছিলেন কবি ছোটন্দ্রনাথ চক্রবর্তী। সমন্বয়কের ভূমিকায় ছিলেন—কাজী সাইফুল। মাহামুদা খানম, ঝালকাঠি, জাহাঙ্গীর হোসেন মানিক, মাসুদ আরম বাবুল, পটুয়াখালী। আব্দুস সালাম মিয়া, বরগুনা। অলোক মিত্র, মীম, ওমর ফারুক, পিরোজপুর। অর্ণব আশিক, সাব্বির আলম চৌধুরী, ভোলা। স্নিগ্ধ নীলিমা, স.ম. জসিম উদ্দিন, গৌরনদী। সার্বিক সহযোগীতায় আরও ছিলেন তরুণ কবি ইয়াসিন হীরা, সাঈদ পান্থ, আব্দুর রহমান, ইব্রাহিম খলীল, মাহমুদ অর্ক্য, হুজাইফা রহমান, রাকিব হাসান বাদল, তৌফিক ওমর, মিনতি রাণী দাশ, অনিতা পান্ডে, সাইফুল ইসলাম সাইফ, লুনা আহমেদ, জান্নাতুল ফেরদৌস শিশির প্রমুখ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিল্প সাহিত্যের সাথে সংশ্লিষ্ট গুণিজনরা উপস্থিত হয়েছিলেন।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official