26 C
Dhaka
মে ১২, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ প্রশাসন

জেলা ও দায়রা জজসহ ৩১ বিচারককে বদলি

বরিশালের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনসহ ৩১ জজকে বদলি করা হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের মোঃ নুরুল আলম সিদ্দকী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

পিরোজপুরের জেলা ও দায়রা জজ মোঃ রফিকুল ইসলামকে বরিশালের জেলা ও দায়রা জজ হিসাবে বদলি করা হয়েছে। বরিশালের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনকে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ হিসাবে বদলি করা হয়েছে। বরিশালের প্রশাসনিক ট্রাইব্যুনালের জজ মোঃ আলী হায়দারকে রেজিস্ট্রার (জেলা ও দায়রা জজ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঢাকায় বদলি করা হয়েছে।

বরিশালের বিভাগীয় স্পেশাল জজ মোঃ আতাউর রহমানকে রাজশাহী জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালে, বরিশালের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের জজ মোঃ মহসিনুল হককে বরিশাল বিভাগীয় স্পেশাল জজ হিসাবে, মোঃ আলী আকবর সচিব (জেলা ও দায়রা জজ) ঢাকা আইন কমিশন বদলি করা হয়েছে কুমিল্লা জেলা ও দায়রা জজ হিসাবে।

লক্ষ্মীপুরের জেলা ও দায়রা জজ এ এ কে আবুল কাশেমকে গাজীপুর জেলা ও দায়রা জজ হিসাবে, চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ মীর রুহুল আমিনকে ঢাকা আইন কমিশন সচিব পদে বদলি করা হয়েছে। লালমনিরহাটের জেলা ও দায়রা জজ মোঃ বজলুর রহমানকে পাবনা জেলা ও দায়রা জজ হিসাবে, রাজশাহী বিভাগীয় স্পেশাল জজ এ কে এম মোস্তাফিজুর রহমানকে লালমনিরহাটের জেলা ও দায়রা জজ, রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম নিলুফার সুলতানাকে রাজবাড়ি জেলা ও দায়রা জজ হিসাবে বদলি করা হয়েছে।

পাবনা জেলা ও দায়রা জজ নুরুজ্জামানকে ঢাকা ১ম কোর্ট অব সেটেলমেন্ট চেয়ারম্যান জেলা ও দায়রা জজ হিসাবে, চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মোঃ আবদুল মান্নানকে পিরোজপুরের জেলা ও দায়রা জজ, রাজবাড়ি জেলা ও দায়রা জজ মোঃ আমিনুল হককে ঢাকা ২য় কোর্ট অব সেটেলমেন্ট চেয়ারম্যান জেলা ও দায়রা জজ ময়মনসিংহের (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আমির উদ্দিনকে আইন ও বিচার বিভাগে সংযুক্ত কর্মকর্তা (জেলা ও দায়রা জজ) ঢাকা আইন ও বিচার বিভাগের সৈয়দ কামাল হোসেনকে ঢাকা বিভাগীয় (বিশেষ জজ) ঢাকা, মোঃ মঞ্জুরুল বাছিদ চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ), ২য় কোর্ট অব সেটেলমেন্ট ঢাকা, বদলি করা হয়েছে সংযুক্ত কর্মকর্তা (জেলা ও দায়রা জজ), আইন ও বিচার বিভাগ।

হোসেন শহীদ আজমেদ সদস্য (জেলা জজ), প্রশাসনিক ট্রাইব্যুনাল নং-২ ঢাকা কে বদলি করা হয়েছে সংযুক্ত কর্মকর্তা (জেলা ও দায়রা জজ) আইন ও বিচার বিভাগ। বাগেরহাটের জেলা ও দায়রা জজ মোঃ ফজলুল হক কে সদস্য (জেলা জজ) প্রশাসনিক ট্রাইব্যুনাল নং-২ ঢাকা বদলি করা হয়েছে। শরীয়তপুরের জেলা ও দায়রা জজ মোঃ আতাউর রহমান কে প্রশাসনিক ট্রাইব্যুনাল নং-৩ ঢাকায় বদলি করা হয়েছে। প্রশান্ত কুমার বিশ্বাস কে শরীয়তপুর জেলা ও দায়রা জজ হিসাবে বদলি করা হয়েছে। ঢাকা প্রশাসনিক ট্রাইব্যুনাল নং-৩ মোঃ হুমায়ুন কবির কে সংযুক্ত কর্মকর্তা (জেলা ও দায়রা জজ) আইন ও বিচার বিভাগ।

ঢাকা বিশেষ জজ আদালতের বিচারক মাহমুদুল কবীর কে চাঁদপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জজ হিসাবে বদলি করা হয়েছে। কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক শেখ হাফিজুর রহমান কে ঢাকা বিশেষ জজ আদালত ৯ বদলি করা হয়েছে। ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক মোঃ নাজিমুদ্দৌলা সদস্য (জেলা ও দায়রা জজ) কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনাল ঢাকায় বদলি করা হয়েছে। ঢাকার কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনাল-৭ এর বিচারক খাদেম উল কায়েস কে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ নং এ বদলি করা হয়েছে।

নরসিংদির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক মোঃ শাহেনুর কে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ হিসাবে বদলি করা হয়েছে। রাজশাহী জননিরাপত্তা বিঘœকারী বিচারক গোলক চন্দ্র বিশ্বাস কে বাগেরহাটে জেলা ও দায়রা জজ হিসাবে বদলি করা হয়েছে। বগুড়ার প্রশাসনিক ট্রাইব্যুনালের জজ কে এম শহীদ আহমেদ কে শেরপুরের জেলা ও দায়রা জজ হিসাবে বদলি করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

২০২৬ সালেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ করা হবে

banglarmukh official