স্টাফ রিপোর্টার/শামীম ইসলাম:
পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক (মন্ত্রী মর্যাদা), বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য, আবুল হাসানাত আবদুল্লাহর ৭৪ তম জন্মদিন আজ সোমবার (১০ই ডিসেম্বর)।
আবুল হাসানাত আবদুল্লাহর জন্মদিন উপলক্ষ্যে, শুভেচ্ছা গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কার্যালয় দলীয় নেতা-কর্মীদের অকৃত্তিম ভালবাসা আর ফুলেল শুভেচ্ছায় ও কেক কেটে তার জন্মদিন পালন শেষে, দলীয় নেতা কর্মীরা তাদের প্রাণপ্রিয় নেতা জাতির পিতার ভাগ্নে, প্রধান মন্ত্রী শেখ হাসিনার বড় ভাই, শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের সন্তান, আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’কে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।
এমপি আবুল হাসানাত আবদুল্লাহ তাঁর জন্ম দিনে,দলীয় কার্যালয়ে উপস্থিত নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
এ সময় নেতা কর্মীরা এমপি আবুল হাসানাত আবদুল্লাহর দীর্ঘায়ু কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, ছাত্রলীগের সভাপতি জোবায়েরুল ইসলাম সান্টু(ভূঁইয়া), ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সাহিদা আক্তার, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা মহিলা লীগের সাধারন সম্পাদক সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক মোঃ লুৎফর রহমান দীপ প্রমুখ।
