বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা নির্বাচনের মাঠে আছি, থাকবো, থাকা চেষ্টা করবো। সরকার যত চেষ্টাই করুক, নির্যাতন করুক আমরা মাঠ ছেড়ে যাবো না।
বগুড়ায় দুই দিনের নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিন শনিবার সকাল সাড়ে ১০টায় শহরের উডবার্ণ মিলনায়তনে এক প্রেস ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মির্জা ফখরুল এসব কথা বলেন।
তিনি অভিযোগ করেন, সারাদেশে তাদের নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটলেও সরকার নীরব ভূমিকা পালন করছে। নির্বাচন কমিশনও ঠুটোঁ জগন্নাথের মতো কাজ করছে।
মির্জা ফখরুল বলেন, সরকারের সাথে নির্বাচনের আগে সংলাপে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তার একটাও বাস্তবায়ন করছে না। সরকার বলেছিল লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবে। তা করছে না। ড. কামাল হোসেন ও আ স ম রবের মতো নেতাও ছাড় পাচ্ছে না।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বগুড়া জেলা বিএনপিতে কোনো কোন্দল নেই। আমাকে বগুড়া-৬ আসনে প্রার্থী করার কারণ এটা দলের সিদ্ধান্ত। বেগম খালেদা জিয়ার নির্দেশে তিনি এখানে প্রতিনিধি হিসেবে নির্বাচন করতে পাঠিয়েছেন।