প্রথমবারের মত প্রকাশ্যে কোন কনসার্টে একসঙ্গে নাচলেন সৌদি আরবের তরুণ-তরুণীরা। যা দেশটিতে বিরল ঘটনা।
সম্প্রতি সৌদি আরবে ফরাসি ডিস্কো জকি ডেভিড গুয়েত্তার এক কনসার্টের আয়োজন করা হয়েছিল। সেখানে জমায়েত হয়েছিল সৌদির হাজারো তরুণ-তরুণীদের। আর সেখানেই ডেভিড গুয়েত্তার গানের সুরে একসঙ্গে নাচলেন তারা।
ইতিমধ্যে সেই কনসার্টের তরুণ-তরুণীদের একসঙ্গে নাচার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকে এর ব্যাপক প্রশংসা জানিয়েছেন।
কেউ বলেছেন, সৌদি আরবকে স্বাগত নতুন এই জগতে প্রবেশ করার জন্য। তবে সেখানকার অনেক ধর্মীয় নেতারা এর কড়া সমালোচনা করেছেন।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ক্ষমতায় আসার পর দেশটির সামাজিক পরিবর্তনের ডাক দেন। ইতিমধ্যে করেছেন অনেক পরিবর্তনও। ইতিমধ্যে সৌদির নারীরা গাড়ি চালানোর অনুমতি পেয়েছে এছাড়াও পেয়েছেন অনেক বিধিনিষেধ থেকে মুক্তি।