কালিয়াকৈরের সফিপুর বাজারের মাংস পট্টিতে শনিবার বিকেলে প্রকাশ্যে শিয়াল জবাই করা নিয়ে এলাকাবাসী ব্যবসায়ী ও ক্রেতাদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
সফিপুর বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সভাপতি নুর মোহাম্মদ আব্দুল হালিম বলেন, কালিয়াকৈরের সফিপুর বাজারের মাংস ব্যবসায়ী বাছেদের দোকানে একটি শিয়াল এনে প্রকাশ্যে জবাই করা হয়। এসময় বাজারে আসা কয়েকজন ক্রেতা ও স্থানীয় ব্যবসায়ীরা এর প্রতিবাদ করে।
চন্দ্রা বিট কর্মকর্তা মনজুরুল ইসলাম বলেন, বন্যপ্রাণী আইনে কোন পশু পাখি মারা দণ্ডনীয় অপরাধ। যারা শিয়াল জবাই করেছেন তাদেরকে আইনের আওতায় নেয়া হোক।
কালিয়াকৈর থানা ওসি আলমগীর হোসেন মজুমদার বলেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।