হুজাইফা রহমান:
এই শীতে ফুটুক না একটু অসহায় মানুষের মুখে হাঁসি। আর এই হাঁসিকে ফোটাতে বরিশাল চৌমাথায় অবস্থিত, সূর্যোদয় কোচিং সেন্টারের ১৯ সালের এইচ এস সি শিক্ষার্থীবৃন্দের সহযোগীতায়,বরিশালের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ৩৫ জন অসহায় মানুষের মাঝে কম্বল বিতরন করেন।
এ সময় উপস্থিত ছিলেন,অত্র কোচিং এর ৩য় শাখার পরিচালক ও আই,সি,টি শিক্ষক গাজী হাদীউজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীবৃন্দ।
বিশেষ ভাবে সহযোগীতা করেছেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী, আয়েশা সিদ্দিকা উর্মী, ইতি রানী সরকার, রাকিবুল ইসলাম উদয়, পারভেজ হাসান, মোঃ আফনান, ইমরান এমন মানবতা বেঁচে থাকুক।
আপনিও এগিয়ে আসুন মানবতার সেবায়। তবে এভাবেই দেশ এগিয়ে যাবে সামনের দিকে।