ঢাকা প্রশাসনবেতন কাঠামো প্রত্যাখ্যান করে বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা by banglarmukh officialJanuary 14, 20190103 Share0 অনলাইন ডেস্ক: নতুন বেতন কাঠামো প্রত্যাখ্যান করে বিক্ষোভ অব্যাহত রেখেছেন পোশাক শ্রমিকরা। সোমবার সকাল ৯টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিভিন্ন তৈরি পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকে। পরে শিল্প পুলিশ তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয়।