33 C
Dhaka
মে ৫, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ বরিশাল

ফুলেল শুভেচ্ছায় সিক্ত পানি সম্পদক প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম

মন্ত্রী পরিষদের দায়িত্ব পেয়ে প্রথম বরিশালে এসেছেন সদর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদক প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম। বুধবার (২৩ জানুয়ারী) বিকালে বিমান যোগে বরিশালে আসেন তিনি। এসময় বিমানবন্দরে তাকে ফুলে ফুলে সিক্ত করেন প্রশাসনের উর্ধ্বতন কর্মকতা ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

এর আগে বিকাল ৪টায় তিন দিনের সরকারি সফরে নভোএয়ারওয়েজ যোগে বরিশাল বিমানবন্দরে পৌছেন পানি সম্পদক প্রতিমন্ত্রী ও সেনা বাহিনীর অবসরপ্রাপ্ত কর্ণেল জাহিদ ফারুক শামীম। এসময় তার সফর সঙ্গি হয়ে বরিশালে আসেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহামুদুল হক খান মামুন।

প্রতিমন্ত্রী বিকাল ৪টার দিকে প্রতিমন্ত্রী বিমানবন্দরে পৌছে বিমানে দাড়িয়ে হাত উচিয়ে নেতা-কর্মীদের অভিভাদন জানান। এসময় বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান। পরে সার্কিট হাউসের ফ্লাক স্ট্যান্ডে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমকে গার্ড অব অনার প্রদান করেন মেট্রোপলিটন পুলিশের একটি দল।

এদিকে সন্ধ্যায় সার্কিট হাউসে আওয়ামী লীগ সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। মহানগর আওয়ামী লীগের পক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর সময় সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট আফজালুল করিম, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পানি সম্পদক প্রতিমন্ত্রীর একান্ত সচিব নূর আলম জানান, তিন দিনের সফরের দ্বিতীয় দিন অর্থাৎ বৃহস্পতিবার (২৪ জানুয়ারী) সকাল ১০টায় কীর্তনখোলা নদী ভাঙন প্রতিরোধে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের ৩৩১ কোটি টাকার নদীর তীর সংরক্ষণ ও ৫.৬ কিলোমিটার ডুবচর গ্রেজিং প্রকল্প পরিদর্শন করবেন।

এর পর কীর্তনখোলার ভাঙনের হাত থেকে সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের ১৪০ কোটি টাকার আরো একটি প্রকল্প প্রতিমন্ত্রীর পরিদর্শনের কথা রয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাঈদ।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official