31 C
Dhaka
মে ১, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
ঢাকা রাজণীতি স্বাস্থ বার্তা

২১৩ ব্যাগ রক্ত দান করলো ছাত্রলীগ

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রক্তদান কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সংগঠনটির কেন্দ্রীয় এই কর্মসূচিতে ২১৩ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়েছে।

দুপুর থেকে এই কর্মসূচি শুরু হয়। ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী নিজে রক্তদান করে এই কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনসহ শীর্ষনেতারা উপস্থিত ছিলেন।

এরপর সারা দিনই সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা রক্তদান করেন। দিনশেষে ২১৩ ব্যাগ রক্ত সংগ্রহ হয় ছাত্রলীগের।

‘আমার রক্তে তোমার প্রাণ, মানবতার জয়গান’, ‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন’, ‘নিজে রক্ত দিন, অন্যকে রক্তদানে উৎসাহিত করুন’— এসব স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়, ‘অপরাজেয় বাংলা’র পাদদেশে এ কর্মসূচি পালিত হয়।

এর আগে গত শনিবার প্রতিষ্ঠাবার্ষিকীর র্যাদলি করে ছাত্রলীগ।

উল্লেখ্য,১৯৪৮ সালের ৪ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী এ ছাত্র সংগঠনটি প্রতিষ্ঠা করেন।

তৎকালীন পাকিস্তান সরকারের চাপিয়ে দেয়া রাষ্ট্রভাষা ‘উর্দু’র বিরুদ্ধে অবস্থান নিতেই সেদিন বঙ্গবন্ধুর নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে আনুষ্ঠানিকভাবে ছাত্রলীগের যাত্রা শুরু হয়।

সেই থেকে পথচলা শুরু, চলছে আজও। ছাত্রদের অধিকার আদায়ের পাশাপাশি জনগণের নানা সঙ্কটে পাশে থেকেছে ছাত্রলীগ।

সম্পর্কিত পোস্ট

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

সোলাইমান সেলিম-জ্যোতি তিনদিনের রিমান্ডে

banglarmukh official

চাচা ডেকে সাবেক প্রতিমন্ত্রী এনামুরকে বিয়ে করেন ফরিদা

banglarmukh official

কাদেরের কললিস্টে নায়িকা-নেত্রীদের তালিকা ভাইরাল

banglarmukh official

হিজবুত তাহরীরের মিছিল, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

banglarmukh official

স্ত্রী-কন্যাসহ খায়রুজ্জামান লিটনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

banglarmukh official