২০১৯ লোকসভা নির্বাচনের আগে প্রথমবার রাজ্যে এসেছেন নরেন্দ্র মোদী। ফের একবার ক্ষমতায় ফিরতে তিনি যে তাঁর বক্তব্যে উত্তাপ বাড়াবেন, তেমনটাই আশা করা হয়েছিল। ঠাকুরনগরের সভায় বিশৃঙ্খলার কারণে সেই সুযোগ না পেলেও দুর্গাপুরে গিয়ে কার্যত সদ্ব্যবহার করলেন মোদী। দুর্নীতি আর সিবিআই নিয়ে মমতা সরকারকে একহাত নিলেন তিনি।
মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, ‘আরে দিদি, আপনি যদি কোনও ভুল করেননি, তাহলে এত ভয় কীসের?’ বারবার নিজেকে দুর্ণীতির বিরুদ্ধে লড়াই করা ‘চৌকিদার’ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, ‘আমাকে এত গালি দেওয়ার একটাই কারণ। আমি দুর্নীতি বন্ধ করতে চাইছি।
রাজ্য প্রসঙ্গে নরেন্দ্র মোদী বলেন, পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে মোদী নিজের সুরেই বলেন, ‘আরে কিস বাত কা ডর লাগ রাহা হ্যায় রে?’
তিনি মনে করিয়ে দেন, একসময় গুজরাতে তিনিও সিবিআই-এর জেরার মুখে পড়েছিলেন। তাঁকে দিয়ে যা খুশি তাই করানো হয়েছিল। কিন্তু তিনি সংস্থাকে অপমান করেননি। গুজরাত থেকে কখনও সিবিআই-কে সরাতে চাননি বলে দাবি করেন তিনি। বুক বাজিয়ে বলেন, ‘হাম ইমানদার হ্যায়।’
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একটার পর একটা দুর্নীতির অভিযোগ এনে মোদী বলেন, ‘চিটফান্ড হোক, সারদা হোক, ছবি হোক, সব তার একটাই দরজার দিকে যাচ্ছে।’
ক্ষমতায় আসার আগে থেকেই দুর্নীতি বন্ধ করার বার্তা দিয়েছেন মোদী। এদিন শুধু ‘দিদি’ নয় মহাজোটের সব নেতাদের প্রসঙ্গই টেনে আনেন মোদী। বলেন, কারও ভাই, কারও ভাইপো, কারও ছেলের বিরুদ্ধে রয়েছে অভিযোগ। সবাই ভয় পেয়ে একজোট হয়েছে বলে দাবি করেন মোদী।