33 C
Dhaka
জুলাই ১২, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
প্রচ্ছদ বরিশাল রাজণীতি

দুর্নীতি করলে কোনও ক্ষমা নেই: প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম

অনলাইন ডেস্ক:

পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়িয়েছেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এত সুবিধা কোনও সরকার দেয়নি। এরপরও কেউ দুর্নীতি করলে, তাদের কোনও ক্ষমা নেই।’ দুর্নীতি নিয়ন্ত্রণের জন্য অধস্তন কর্মকর্তা-কর্মচারীদের দিকে কঠোর নজরদারী রাখতে ঊর্ধ্বতনদের প্রতি আহ্বান জানান তিনি।

শনিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল জেলা প্রশাসনের সভাকক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী। জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভার প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম।

জাহিদ ফারুক শামীম বলেন, ‘ছোটবেলা থেকেই মানুষের জন্য কিছু করার ইচ্ছা ছিল। ভাগ্যক্রমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়ে আমার স্বপ্ন পূরণের সুযোগ করে দিয়েছেন। লালিত স্বপ্ন পূরণের জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা কামনা করছি।’

এসময় কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনেরও আহ্বান জানান তিনি। এছাড়া বরিশালকে আধুনিক শহরে রূপান্ত এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য বরিশাল উপহার দেওয়ার জন্য সবার সহযোগিতা কামনা করেন প্রতিমন্ত্রী।

এর আগে কীর্তনখোলা নদীর ভাঙনকবলিত সদর উপজেলার জাগুয়া এবং সুগন্ধা নদীর ভাঙনকবলিত বাবুগঞ্জের মহিষাদী গ্রাম পরিদর্শন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী। এসময় কীর্তনখোলার ভাঙন থেকে জাগুয়া রক্ষা এবং সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধে চলমান কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন তিনি।

সম্পর্কিত পোস্ট

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official