স্টাফ রিপোর্টার//
বাদাম খাওয়ানো লোভ দেখিয়ে ঝালকাঠির নলছিটিতে ৫ বছরের এক শিশুকে ধর্ষন চেস্টার অভিযোগের মামলায় বজলুর রহমান আকন (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে পৌর এলাকার শংকরপাশা গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ে শিশু শ্রেণিতে পড়ে।
পুলিশ ও শিশুটির পরিবার জানায়,সোমবার দুপুরে মেয়েটিকে বাড়ির সামনের রাস্তায় বের হলে বজলুর রহমান বাদাম কিনে দেওয়ার লোভ দেখিয়ে শিশুটিকে একটি মাছের ঘেরে নিয়ে যায়। সেখানে শিশুকে ধর্ষণের চেস্টা করে বজলুর রহমান। মেয়েটি কান্নাকাটি শুরু করলে তাকে ছেড়ে দেয় ওই ব্যক্তি। শিশুটি বাড়িতে গিয়ে বিষয়টি বাবা মাকে জানায়। এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে বজলুর রহমান আকনকে আসামি করে মঙ্গলবার রাতে একটি মামলা করেন।
নলছিটি থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, পুলিশ রাতেই আসামীকে গ্রেপ্তার করেছে। বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।